এম এ হাসান:
দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে বৈরী আবহাওয়ার কারণে আটকা পড়া পর্যটকেরা ৩৩ ঘন্টা পর ফিরেছে টেকনাফ দমদমিয়া জেটি ঘাটে।
মঙ্গলবার (২২ ফেব্রুয়ারী) সন্ধ্যায় সেন্টমার্টিন জেটি ঘাট হতে পর্যটকবাহী জাহাজ গুলো আটকা পড়া পর্যটকদের নিয়ে টেকনাফ ও কক্সবাজারের উদ্দেশ্যে রওয়ানা দিয়েছে বলে জানিয়েছে সেন্টমার্টিন স্থানিয় বাসীন্দা মোঃ রাসেল। তবে আটকা পড়া দিনটি তাদের অনেক দৃশ্যমান কোন সমস্যা হয়নি বলে জানিয়েছেন একাধিক পর্যটক।
বিআইডব্লিউটিএ এর উপ পরিচালক (টেকনাফ দায়িত্বরত) আমজাদ হোসাইনকে জানান, বিপদ সংকেত যেহেতু রাতেই কেটে গেছে, সেজন্য আজ টেকনাফ থেকে ৬টি ও কক্সবাজার থেকে একটি পর্যটকবাহী জাহাজ সেন্টমার্টিনে গিয়েছে। তবে আটকা পড়া পর্যটকদের মধ্যে অধিকাংশ যাত্রী ফিরবে বলে মনে করি।
এ বিষয়ে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা পারভেজ চৌধুরী জানান, বৈরী আবহাওয়ার কারণে প্রবাল দ্বীপ টেকনাফ সেন্টমার্টিন নৌ-রুটে গত রবিবার পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ ঘোষণা করেছিল। তবে আবহাওয় সংকেত কেটে যাওয়ায় আবারো টেকনাফ-সেন্টমার্টিন নৌ-রুটে জাহাজ চলাচল শুরু হয়েছে।