এম, শহীদুল ইসলম,কুতুবদিয়া:
‘করবো ভূমি পুনরুদ্ধার, রুখবো মরুময়তা, অর্জন করতে হবে মোদের খরা সহনশীলতা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নানা আয়োজনে কুতুবদিয়ায় বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে। বুধবার সকালে উপজেলা প্রশাসনের কার্যালয়ের সামনে দিবসটি উপলক্ষে র্যালি, গাছ রোপণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), ওয়াটারকিপার্স বাংলাদেশ ও কুতুবদিয়া দ্বীপ সুরক্ষা আন্দোলন (কেডিএসএ) এর যৌথ উদ্যোগে সংগঠনের ব্যানারে পরিবেশ রক্ষায় নানা সচেতনতামূলক স্লোগান নিয়ে র্যালী শুরু হয়। এ র্যালীটি দ্বীপের প্রধান সড়ক প্রদক্ষিন করে। পরে, উপজেলা সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সংগঠনের আহবায়ক শহীদুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মঈনুল হোসেন চৌধুরী।
এ সসময় বক্তারা বলেন, কুতুবদিয়ার পরিবেশ বিপর্যয়ের জন্য নিজেদের অবহেলাকে দায়ী করে পরিবেশের বিপর্যয় রোধ করতে বেশি বেশি বৃক্ষ রোপণ, সুপেয় পানির সংকট নিরসন ও পরিবেশ রক্ষায় সকলকে একসাথে কাজ করার আহ্বান জানান।
উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিয়াউর রহমান, ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা সোহেল আহমেদ, কুতুবদিয়া মডেল হাই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ জহিরুল ইসলাম, উত্তর ধূরুং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হালিম, রেডক্রিসেন্ট কর্মকর্তা জুয়েল, যুব রেডক্রিসেন্টের দলের প্রধান জামশেদসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক – শিক্ষার্থী ও পরিবেশবাদী সংগঠনের নেতৃবৃন্দরা।
এর পূর্বে, ধরিত্রী রক্ষায় আমরা (ধরার)র উদ্যোগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপন কর্মসূচী পালন করা হয়। বৃক্ষরোপন কর্মসূচী উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মইনুল হোসেন চৌধুরী।