বার্তা পরিবেশক:
কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার পৌরএলাকার পুরাতন বাস স্টেশন সংলগ্ন পুলিশ বক্সের পূর্ব পাশে হাজী আবদুল কুদ্দুস এন্ড সন্স এর পরিচালনায় সুন্দরবন ফুডস’র পরিবেশনায় ঐতিহ্যবাহী “মধুবন” মিষ্টি বিতানের টেকনাফ সদর শাখার শুভ উদ্বোধন করা হয়েছে।
গত ২৮ মার্চ(বৃহস্পতিবার) বাদ আসর শুরুতে পবিত্র কোরআন পাঠের পর দোয়ার মধ্যদিয়ে সুন্দরবন ফুডস’র পরিবেশনায় ঐতিহ্যবাহী “মধুবন” মিষ্টি বিতানের টেকনাফ সদর শাখার শুভসূচনা করা হয়। পরবর্তীতে তিন জন পৌর কাউন্সিলর, স্থানীয় ব্যবসায়ী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে “মধুবন” শো-রুম শুভ উদ্বোধন করেন উক্ত ব্যবসা প্রতিষ্টানের স্বত্বাধিকারীর সাবেক পৌর কাউন্সিলর ও বিশিষ্ট ব্যবসায়ী হাজী আবদুল কুদ্দুস সওদাগর।
এসময় উপস্থিত ছিলেন টেকানাফ পৌরসভার বর্তমান তিন জন কাউন্সিলর এহেতাশমুল হক বাহদুর,হাফেজ এনামুল হাসান,রেজাউল করিম মানিক,সংবাদকর্মী ও স্থানীয় ব্যবসায়ীসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।