কুতুবদিয়া প্রতিনিধি:
সমুদ্রের কূলঘেষে বেড়ে ওঠা প্রাকৃতিক সুন্দরবন তথা দ্বীপের রক্ষাকবচ খ্যাত প্যারাবন রক্ষার দাবীতে সুন্দরবন দিবস ২০২৪ উপলক্ষ্যে কুতুবদিয়ায় মানববন্ধন করেছে পরিবেশবাদীরা।
এ বছর “করবো বন সংরক্ষণ, সুস্থ থাকবো সারাক্ষণ” এ প্রতিপাদ্যে সুন্দরবন দিবস-২০২৪ পালিত হয়।
তারই অংশ হিসেবে বৃস্পতিবার (১৫ ফেব্রুয়ারী) বিকেল ৩ টায় কক্সবাজারের কুতুবদিয়া আলী আকবর ডেইল ইউনিয়নের আনিচের ডেইল প্যারাবন এলাকায় ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) ও ওয়াটারকিপার্স বাংলাদেশ এবং কুতুবদিয়া দ্বীপ সুরক্ষা আন্দোলনের যৌথ উদ্যােগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে কুতুবদিয়া দ্বীপ সুরক্ষা আন্দোলনের সভাপতি এবং ওয়াটারকিপার্স বাংলাদেশ কুতুবদিয়া প্রতিনিধি এম শহীদুল ইসলামের সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক শাহেদুল ইসলাম মনিরের সঞ্চালনায় বক্তব্য রাখেন, কুতুবদিয়া আলী আকবর ডেইল ইউনিয়নের সাবেক ইউপি সদস্য আব্দুল মোতালেব, পরিবেশকর্মী মাস্টার মিজানুর রহমান,
এ সময় বক্তারা বলেন, উকূলীয় দ্বীপ কুতুবদিয়ার চারপাশে বেড়ে ওঠা প্যারাবন প্রাকৃতিক দূর্যোগে দ্বীপের রক্ষাকবচের ভূমিকা পালন করে। এই ম্যানগ্রোভ ফরেস্ট পরিবেশের ভারসাম্য রক্ষা করে। বিভিন্ন প্রজাতির জীববৈচিত্র্যের ভরপুর প্যারাবন রক্ষা করতে সকলকে সবুজ প্রহরীর দাযিত্ব পালনের আহবান জানানো হয়।
মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন পরিবেশকর্মী মোঃ দাউদ, পারভেজ, রাসেল, জিসানহ এলাকার বিভিন্ন শ্রেণি পেশার লোকজন।