মোঃ নেজাম উদ্দিন, কক্সবাজারঃ
আমি এখানে কাজ করার জন্য এসেছি। কোন
অন্যায়কারীদের আশ্রয় প্রশ্রয় দেয়া হবে না । জেলার
দায়িত্বরত সকল পুলিশ যদি কোন অন্যায় কাজ ঘুষ,
দূর্নীতির সাথে জড়িত হয় ও অন্যায়কারির পক্ষে কথা বলে
তবে তৎখানিক ব্যবস্থা নেওয়া হবে। কক্সবাজারে যেসব
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও কর্মকর্তাবৃন্দ সাধারণ
মানুষের সেবায় থাকবে না,সাধারণ মানুষকে হয়রানি
করবে তাদেরকে আমি হয়রানি করবো। বুধবার (১১
সেপ্টেম্বর) সকালে কক্সবাজার পুলিশ সুপার কার্যালয়ের
হলরুমে কক্সবাজারের নবাগত পুলিশ সুপার মুহাম্মদ রহমত
উল্লাহ সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে এমন
কঠিন হুশিয়ারি দেন।
সভায় কক্সবাজার প্রেসক্লাব ও জেলা প্রেসক্লাব কক্সবাজার
নেতৃবৃন্দসহ কক্সবাজারে কর্মরত জাতীয় ও স্থানীয়
দৈনিক পত্রিকার প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।সভায়
কক্সবাজারের আইনশৃঙ্খলা রক্ষায় বিভিন্ন বিষয় নিয়ে
আলোচনা হয়।
নবাগত পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ
সাংবাদিকদের সাথে মত বিনিময়কালে নিজের অনুভূতি
প্রকাশ করেন। তিনি বলেন,পর্যটন নগরী কক্সবাজার একটি
অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা এখানে যেমন দেশীয় পর্যটক
আসে তেমনি বিদেশি পর্যটকের আনাগোনা রয়েছে।
জেলার সার্বিক নিরাপত্তা দায়িত্ব জেলা পুলিশের।
আপনাদের সহযোগিতা আমার একান্ত কাম্য।
সাংবাদিক সমাজের দর্পণ। আপনাদের মাধ্যমে আমি এই
কক্সবাজারকে সুন্দরভাবে আইনশৃঙ্খলা সংশ্লিষ্ট বিষয়
নিয়ে কাজ করতে চাই আপনাদের সহযোগিতার মাধ্যমে ।
শুধু অফিস সময় নয় এর বাইরে আমাকে সব সময় পাবেন।
এবং আমার মোবাইল সব সময় খোলা থাকবে। যে কোন
মানুষের জন্য আমার অফিসের দরজা খোলা থাকবে।
প্রেসক্লাব নেতৃবৃন্দ অভিমত ব্যক্ত করে বলেন, দ্বিতীয়
স্বাধীন দেশে এসে আমরা আজকে যারা আপনার সামনে
হাজির হয়েছি যেন জেলার সাধারণ মানুষদের সুষ্ঠু ও
সুন্দর একটি আইনি শৃংখলার মধ্যে রাখা হয়। বিগত ১৫
বছর এখানে অনেক সাংবাদিক আসতে পারেনি। কোন
ধরনের যেন বৈষম্য তৈরি না হয় ও দালালমুক্ত পুলিশং সেবা
যেন মানুষ পায় সেদিকে নজর রাখার আহবান জানান
নবাগত পুলিশ সুপারকে।
উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মোঃ
জসিম উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ
মিজানুর রহমান, কক্সবাজার সভাপতি ও দৈনিক সৈকতের
সম্পাদক ও প্রকাশক মাহবুবুর রহমান, সাধারণ সম্পাদক
মমতাজ উদ্দিন বাহারী, সাহিত্য সংস্কৃতিক বিষয়ক
সম্পাদক ও দৈনিক হিমছড়ির সম্পাদক হাসান উর রশিদ,
সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার এর সাধারণ সম্পাদক
মোস্তফা সরওয়ার,এডভোকেট আবু সিদ্দিক ওসমানী,
দৈনিক ইনকিলাবের কক্সবাজার অফিস প্রধান শামসুল হক
সারেক, দৈনিক জনকণ্ঠের স্টাফ রিপোর্টার এইচ এম
এরশাদ, জেলা প্রেসক্লাব কক্সবাজারের সভাপতি তৌহিদ
বেলাল, সাধারণ সম্পাদক রফিক মাহমুদ, আরটিভির জেলা
প্রতিনিধি সাইফুর রহিম শাহীন, বাসস ও দৈনিক
সমকালের কক্সবাজার প্রতিনিধি এম ইব্রাহিম খলিল
মামুন, দৈনিক কক্সবাজারের স্টাফ রিপোর্টার মাহবুবুর
রহমান দৈনিক খোলা কাগজের জেলা প্রতিনিধি
মোহাম্মদ নেজাম উদ্দিন প্রমুখ।