শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ১০:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
অনিয়ম ও দুর্নীতির ঊর্ধ্বে থেকে পরিচ্ছন্ন কক্সবাজার গড়তে সহযোগিতা চাইলেন নবাগত জেলা প্রশাসক চলছে যৌথ বাহিনীর অভিযান:১৩দিনে ১৫৫ অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ৭২ ভারতের কাছে হারানো ২০০ একর জমি ফেরত পাচ্ছে বাংলাদেশ মাতারবাড়ীতে বর্ণাঢ্য আয়োজনে পালিত পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে জশনে জুলুছ ফাসিঁয়াখালীতে ১০কেজি ওজনের অজগর সাপ উদ্ধার কক্সবাজার প্রেস ক্লাবের উদ্যোগে পবিত্র মাহফিলে মিলাদুন্নবী (স:) উদযাপন রেকর্ড বৃষ্টিতে কক্সবাজার প্লাবিত, পাহাড় ধ্বসে উখিয়া রোহিঙ্গা ক্যাম্প ও কক্সবাজার সদরে ৬ জনের মৃত্যু সাধারণ মানুষকে পুলিশ হয়রানি করলে আমি তাকে হয়রানি করবো- কক্সবাজারের নবাগত পুলিশ সুপার উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে এক শিশু ছাত্রের শ্লীলতাহানির অভিযোগে এক মাদ্রাসা শিক্ষক আটক কুতুবদিয়ায় এক ডাকাত আটক

সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্তা ও আটক করে গণমাধ্যমের কণ্ঠরোধ করা যাবে না-ঈদগাঁওতে বিএমএসএফের সমাবেশে বক্তারা

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২০ মে, ২০২১
  • ৩৯২ বার পঠিত

শেফাইল উদ্দিন।

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) ঈদগাঁও থানা শাখার উদ্যোগে আয়োজিত প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, নারী সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্তা ও গ্রেফতার করে গণমাধ্যমের কণ্ঠরোধ করা যাবে না,অনতি বিলম্বে তাকে মুক্তি দিয়ে হেনস্হাকারীদের আইনের আওতায় আনার দাবি জানান। অন্যথায় কঠোর কর্মসূচি দেওয়া হবে।

বৃহস্পতিবার (২০মে) সকাল ১০ টায় ঈদগাঁও বাসস্টেশনে দৈনিক প্রথম আলোর জ্যেষ্ঠ সাংবাদিক রোজিনা ইসলামকে নির্যাতন,ষড়যন্ত্রমুলক মামলা দায়েরের বিরুদ্বে ও মুক্তির দাবীতে প্রতিবাদে সমাবেশে বক্তারা এসব কথা বলেন।সাংবাদিকদের মর্যাদা অক্ষুন্ন রাখতে সকল সাংবাদিককে ঐক্যবদ্ধ থাকার আহ্বানও জানিয়েছেন সমাবেশে।

বিএমএসএফ, ঈদগাঁও থানা শাখার সভাপতি শেফাইল উদ্দিনের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক এম আবু হেনা সাগরের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, বিএমএসএফ, জেলা শাখার যুগ্ন আহবায়ক , ঈদগাও প্রেসক্লাবের সভাপতি মো: রেজাউল করিম,থানা প্রেসক্লাব সভাপতি সাংবাদিক নুরুল আমিন হেলালী।

বিএমএসএফ, ঈদগাঁও থানা শাখার সহ সভাপতি শফিউল আলম আজাদের কোরান তেলোয়াতের মধ্য দিয়ে সমাবেশে উপস্থিত ছিলেন, ঈদগাঁও প্রেসক্লাবের সহ সভাপতি জাহাঙ্গীর বাঙ্গালী,সাধারন সম্পাদক শাহিদ মোস্তফা,তরুন ব্যবসায়ী ও শিল্পপতি আবু তৈয়ব চৌধুরী, ব্যবসায়ী আবু তাহের, ঈদগাঁও লাইন, সি লাইনের ব্যবস্থাপনা পরিচালক বেলাল উদ্দিন সিকদার, বিএমএসএফ থানা শাখার যুগ্ন সাধারন সম্পাদক আশফাক উদ্দিন আরাফাত, সাংগঠনিক সম্পাদক নাছির উদ্দিন পিন্টু, ঈদগাঁও প্রেসক্লাব সহ সভাপতি তৈয়ব জালাল যুগ্ন সাধারন সম্পাদক মিজবাহ উদ্দিন, বিএমএসএফ ঈদগাঁও থানার নিবার্হী সদস্য সাইমুম সরওয়ার কায়েম কাউছার উদ্দিন শরীফ, সংবাদকর্মী আজিজুল হক রাজু, বৃহত্তর ঈদগাঁও পথশিশু ব্লাড এসোসিয়েশনের প্রতিষ্টাতা এড মিন ইমরান তাওহীদ রানা, ফুটবলার হুমায়ুন আহমেদ ফাহিম, সেচ্ছাসেবী সংগঠক সাঈদ, হকার আমির সুলতান,ছাত্রনেতা সোহেলসহ বিভিন্ন শ্রেনী পেশার লোকজন।

প্রতিবাদ সমাবেশে বক্তারা উল্লেখ করেন, রোজিনা ইসলামকে হেনস্তা করা মানে দেশের সাংবাদিকদের হেনস্তা করা। তাই সাংবাদিক রোজিনা ইসলামের মুক্তি ও তার বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে নির্যাতন ও হয়রানির সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী ও জানানো হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed By Bangla Webs