শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৯:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
অনিয়ম ও দুর্নীতির ঊর্ধ্বে থেকে পরিচ্ছন্ন কক্সবাজার গড়তে সহযোগিতা চাইলেন নবাগত জেলা প্রশাসক চলছে যৌথ বাহিনীর অভিযান:১৩দিনে ১৫৫ অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ৭২ ভারতের কাছে হারানো ২০০ একর জমি ফেরত পাচ্ছে বাংলাদেশ মাতারবাড়ীতে বর্ণাঢ্য আয়োজনে পালিত পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে জশনে জুলুছ ফাসিঁয়াখালীতে ১০কেজি ওজনের অজগর সাপ উদ্ধার কক্সবাজার প্রেস ক্লাবের উদ্যোগে পবিত্র মাহফিলে মিলাদুন্নবী (স:) উদযাপন রেকর্ড বৃষ্টিতে কক্সবাজার প্লাবিত, পাহাড় ধ্বসে উখিয়া রোহিঙ্গা ক্যাম্প ও কক্সবাজার সদরে ৬ জনের মৃত্যু সাধারণ মানুষকে পুলিশ হয়রানি করলে আমি তাকে হয়রানি করবো- কক্সবাজারের নবাগত পুলিশ সুপার উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে এক শিশু ছাত্রের শ্লীলতাহানির অভিযোগে এক মাদ্রাসা শিক্ষক আটক কুতুবদিয়ায় এক ডাকাত আটক

সাংবাদিক রোজিনার মুক্তি দাবি ও ইসরাইলি পণ্য বর্জনের ডাকে ঈদগাঁও প্রেসক্লাবের সমাবেশ

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২১ মে, ২০২১
  • ৩৩৯ বার পঠিত

শেফাইল উদ্দিন,কক্সবাজার।

বর্বর ইহুদি রাষ্ট্র ইসরাইল কর্তৃক ফিলিস্তিনে নির্বিচারে মুসলিম গণহত্যার প্রতিবাদে শুক্রবার ( ২১ মে) বিকেলে ঈদগাঁওতে সংহতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। অন্যদিকে প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা দায়েরের বিরুদ্ধে প্রতিবাদ সভার আয়োজন করা হয়। বাজারের শাপলা চত্বরে ঈদগাঁও প্রেস ক্লাব সভাপতি মোঃ রেজাউল করিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহিদ মোস্তফা শাহিদের সঞ্চালনায় এ কর্মসূচি সম্পন্ন হয়। সংহতি সমাবেশে ইসরাইলের সকল পণ্য বর্জনের ডাক এবং সাংবাদিক রোজিনার বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহারসহ তার আশু মুক্তি দাবি করা হয়।
অনুষ্ঠানে সংহতি প্রকাশ করে বক্তব্য দেন ঢাকার গাজিপুরের চান্দুরা ইসলামিয়া ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার অধ্যক্ষ, ঈদগাঁওর মেধাবী সন্তান রহমত সালাম, সু-শাসনের জন্য নাগরিক (সুজন) ঈদগাঁও থানা শাখার সহ- সাধারণ সম্পাদক অধ্যাপক মমতাজ উদদীন আহমদ মহসিন, ঈদগাঁও সাংবাদিক ফোরামের সভাপতি শেফাইল উদ্দিন, ঈদগাঁও বাজার ব্যবসায়ী পরিচালনা পরিষদের সহ-সাধারণ সম্পাদক মোঃ হাসান তারেক, প্রাথমিক সহকারি শিক্ষক ঐক্য পরিষদ সদর উত্তর শাখার সাধারণ সম্পাদক আতা উল্লাহ বুখারী, ঈদগাঁও রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মিছবাহ উদ্দিন।
কর্মসূচির প্রতি সংহতি প্রকাশ করতে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঈদগাঁও ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভ এসোসিয়েশনের (ফারিয়া) সভাপতি রহমত উল্লাহ, ঈদগাঁও বাজার ব্যবসায়ী পরিচালনা পরিষদের দপ্তর সম্পাদক নাসির উদ্দিন, প্রাক্তন ছাত্র পরিষদ ৯০ ব্যাচ ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের সভাপতি মুফিজুর রহমান মুফিজ, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) কক্সবাজার সদর উপজেলা শাখার সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক নুরুল হুদা, বৃহত্তর ঈদগাঁও প্রবাসী ঐক্য পরিষদের প্রতিনিধি ফরিদুল ইসলাম, বৃহত্তর ঈদগাঁও সাংস্কৃতিক কেন্দ্রের সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন চৌধুরী, সার্চ মানবাধিকার সোসাইটি জেলা শাখার সিনিয়র সহ-সম্পাদক রাশেদুল আমির চৌধুরী, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ঈদগাঁও থানা শাখার সাধারণ সম্পাদক এম, আবু হেনা সাগর, ঈদগাঁও অনলাইন নিউজ পোর্টাল মালিক ও সম্পাদক পরিষদের প্রতিনিধি সায়মন সরওয়ার কায়েম, দুই বাংলা অনলাইন সাংবাদিক ফোরাম কক্সবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক ওসমান গনি ইলি, জেলা বাবুর্চি বহুমুখী সমবায় সমিতির প্রতিষ্ঠাতা সহ-সভাপতি মোঃ জাহেদ বাবুর্চি, ঈদগাঁও বাজার ভূমি ও স্থাপনা মালিক সমিতির সদস্য আবু সালেহ।
বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে ছিলেন ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক মোঃ জাফর আলম, ঈদগাঁও ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার সিনিয়র শিক্ষক আলী আহমদ, ইছাখালী ইসলামিয়া দাখিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক এমদাদুল হক, পালাকাটা গোলজার বেগম দাখিল মাদরাসার সিনিয়র শিক্ষক, রাজনীতিবিদ মোহাম্মদ আলম, বাংলাদেশ পরিবেশ আন্দোলন নেতা ডাক্তার ওসমান গনি ও জাফর আলম, বাবুর্চি সমিতির অর্থ সম্পাদক জাফর আলম প্রমুখ।
শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন প্রেস ক্লাবের ধর্মবিষয়ক সম্পাদক হাফেজ বজলুর রহমান। প্রেসক্লাব নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক এম, শফিউল আলম আজাদ, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক নাছির উদ্দিন পিন্টু, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আলা উদ্দিন, মিডিয়া ও যোগাযোগ বিষয়ক সম্পাদক কাউছার উদ্দিন শরীফ, কার্যনির্বাহী সদস্য এনামুল হক ও গিয়াস উদ্দিন। উপস্থিত সকলকে কৃতজ্ঞতা জানিয়ে সভা সমাপ্তি ঘোষণা করেন প্রেসক্লাব সভাপতি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed By Bangla Webs