বুধবার, ১৬ জুলাই ২০২৫, ০২:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
কক্সবাজারে পুলিশ সদস্যের বাসায় ঢুকে স্ত্রীকে ধর্ষণ, মোবাইলসহ নগদ অর্থ চুরি ‘জুলাই শহীদ দিবস’ রাষ্ট্রীয়ভাবে শোক পালন করা হবে আজ জামিনে কারামুক্ত উখিয়া পালংখালীর চেয়ারম্যান গফুর উদ্দিন চৌধুরী কুতুবদিয়া মগনামা চ্যানেলে সী- ট্রাক চালুর সম্ভাব্যতা যাচাইয়ে বিআইডব্লিউটিএ চেয়ারম্যান সরেজমিন পরিদর্শন রাজনৈতিক সহিংসতায় আহত ভারুয়াখালী ইউনিয়ন বিএনপি নেতার মৃত্যু! খুটাখালী কিশলয় স্কুলের এডহক কমিটির সভাপতি মনোনীত সহকারী এ্যার্টানী জেনারেল কুতুবউদ্দিন দরবেশকাটা উচ্চ বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবন উদ্বোধন করেন ইউএনও আতিকুর রহমান কক্সবাজারে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত:পরিবার পরিকল্পনা কার্যক্রমকে আরও জোরদার করতে হবে-এডিসি শিক্ষা কক্সবাজার পৌরসভায় জনভোগান্তি ও দুর্নীতির ফাঁদে পৌরবাসী অধ্যাপক আজিজুর রহমানের পিতার মৃত্যুতে দৈনিক রূপালী সৈকত পরিবারের শোক

সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন :সভাপতি নুরুল ইসলাম হেলালী,সাধারণ সম্পাদক এস এম জাফর

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ১৪ জুন, ২০২৫
  • ৪০ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:
গণতান্ত্রিক ধারায় বিপুল উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে জেলার অধিকাংশ গণমাধ্যম কর্মীদের উপস্থিতিতে আইনশৃংখলা বাহিনীর কড়া নিরাপত্তায় বহুল প্রতিক্ষীত সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার(জেইউসি) দ্বি-বার্ষিক নির্বাচন সর্ম্পন্ন হয়েছে। এতে পেশাদার সাংবাদিকদের প্যানেল হেলালী-মাহবুব-জাফর প্যানেলের সব প্রার্থী বিজয়ী হয়েছে।

শনিবার (১৪ জুন) সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত কক্সবাজার প্রেসক্লাবের হল রুমে একটানা ভোটার গণ তাদের পছন্দের প্রার্থীদের ভোট প্রদান করেন।

নির্বাচন কমিশনের দেয়া তথ্য মতে, সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের মোট ভোটার সংখ্যা ৫৩ জন, তার মধ্যে ২৯ জন ভোটার তাদের পছন্দের প্রার্থীদের ভোট প্রদান করেছেন।এতে সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক দিনকাল এর স্টাফ রিপোর্টার নুরুল ইসলাম হেলালী, সহ-সভাপতি দৈনিক কালবেলার জেলা প্রতিনিধি এম আর মাহবুব, সাধারণ সম্পাদক স্থানীয় দৈনিক রূপালী সৈকত পত্রিকার বার্তা সম্পাদক এস এম জাফর, যুগ্ন-সম্পাদক দৈনিক বণিক বার্তার জেলা প্রতিনিধি ছৈয়দ আলম, কোষাধ্যক্ষ এন টিভির জেলা প্রতিনিধি ইকরাম চৌধুরী টিপু, সাংগঠনিক সম্পাদক দৈনিক আজাদীর জেলা প্রতিনিধ শাহেদ মিজান, প্রচার ও প্রকাশনা সম্পাদক দৈনিক কক্সবাজারের স্টাফ রিপোর্টার বেদারুল আলম, সদস্য দৈনিক ইনকিলাবের কক্সবাজার ব্যুরো প্রদান শামসুল হক শারেক ও দৈনিক সংবাদ এর স্টাফ রিপোর্টার এম, জসিম উদ্দিন ছিদ্দিকী সদস্য নির্বাচিত হয়েছেন।

অন্যদিকে আশেক-হাসিম-আনছার প্যানেলের ৭জন প্রার্থী একটি করে এবং সহ-সভাপতি প্রার্থী মোহাম্মদ হাসিম ২ ভোট ও যুগ্ম সম্পাদক প্রার্থী হুমায়ুন সিকদার ৩ ভোট পেয়েছেন।

নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান এস এম আমিনুল হক,ভোটগ্রহণে দায়িত্ব পালন করেন নির্বাচন কমিশনের অন্য দুই সদস্য মাহবুবর রহমান ও এএইচ সেলিম উল্লাহ।

নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান এস এম আমিনুল হক চৌধুরী জানান, দীর্ঘ প্রতিক্ষার পর সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার (জেইউসি) এর নির্বাচন শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিক ধারায় অনুষ্ঠিত হয়েছে।

নির্বাচন কমিশন সদস্য কক্সবাজার প্রেসক্লাবের সভাপতি মাহবুবর রহমান বলেন, সাংবাদিকদের প্রধান সংগঠন সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার এর এই নির্বাচন বহু কাঠখড় পুড়িয়েছে। তাই এই নির্বাচন নিয়ে সাংবাদিক মহল ছাড়াও সচেতন মহলের ব্যাপক আগ্রহ ছিলোভোটগ্রহণ চলাকালীন সময়ে নিরাপত্তা জোরদারে মোতায়েন করা হয়েছিল পুলিশ ফোর্স।প্রেসক্লাব আঙিনায় স্থাপন করা হয় সিসি ক্যামেরা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed By Bangla Webs