রাশেদুল ইসলাম, কক্সবাজার:
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ( ইগঝঋ) কেন্দ্রীয় নির্বাহী সংসদের সিনিয়র সহ-সভাপতি সাইদুর রহমান লিমন এবং বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজামসহ ১১ জনের বিরুদ্ধে সংসদের হুইপ শামসুল হক কর্তৃক মিথ্যা মামলার প্রতিবাদে সারাদেশের মত বিএমএসএফ এর ডাকে মানববন্ধন করেছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) কক্সবাজার জেলা৷
বুধবার (২৫ আগস্ট) সকাল ১১ টায় জেলা প্রশাসক কার্যালয় এর সামনে মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) কক্সবাজার জেলার ব্যানারে এ মানববন্ধন অনুষ্টিত হয়৷ বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) কক্সবাজার জেলার সভাপতি ও জৈষ্ট সাংবাদিক ফজলুল কাদের চৌধুরীর সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিাত ছিলেন, (বিএমএসএফ) কক্সবাজার জেলার সাধারণ সম্পাদক সাংবাদিক মোঃ শহিদুল্লাহ, সিনিয়র সহ সভাপতি সাংবাদিক ফরিদুল আলম শাহীন, সিনিয়র সহ-সভাপতি সাংবাদিক আব্দু রজ্জাক, সাংগঠনিক সম্পাদক সাংবাদিক শহীদুল ইসলাম শহীদ, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক পূর্ণ বর্ধন বড়ুয়া, পাঠাগার সম্পাদক সাংবাদিক আমিন উল্লাহ, সাংবাদিক রাশেদুল ইসলাম৷
এ সময় আরো উপস্থিাত ছিলেন, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) কক্সবাজার সদর উপজেলা কমিটির আহবায়ক শেখ সেলিম, সদস্য সচিব নুরুল আলম সিকদার, সিনিয়র যুগ্ম আহবায়ক আরিফ উল্লাহ নুরী, সদস্য রাশেদুল ইসলাম রাশেদ, সোহেল আরমানসহ মানববন্ধনে সাংবাদিক বান্ধব অনেকে উপস্থিাত ছিলেন৷ উক্ত মানববন্ধনে উপস্থিাত সকলেই এই মিথ্যা মামলা প্রত্যাহার ও দায়ের করা মামলায় উল্লেখিত সবার নিঃশর্ত মুক্তি চেয়ে সরকার ও প্রশাসনের প্রতি অনুরোধ জানান৷