রিয়াজ উদ্দিন:
কক্সবাজার সদরের উত্তরণ আবাসিক এলাকায় কলেজের প্রধান ফটকের সামনে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে প্রাইভেটকারের ধাক্কায় গুরুতর আহত হয়েছেন উত্তরণ মডেল কলেজের ২০২৪ সালের বিজ্ঞান বিভাগের এইচ এস সি পরীক্ষার্থী মেহজাবিন মারজান।
১০ জুন (সোমবার) দুপুর ১টা ১৫ মিনিটের সময় কলেজের প্রধান ফটকের সামনে এ দূর্ঘটনা ঘটে। শিক্ষার্থী মেহেজাবিন মারজানের একটা পা ভেঙ্গে চুরমার সহ শরীরের বিভিন্ন অংশে প্রচন্ড আঘাত পায়। একই কলেজের শিক্ষার্থীরা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করালে অবস্থার অবনতি হওয়ায় ঢাকায় প্রেরণ করা হয়।
আহত শিক্ষার্থী মেহেজাবিন মারজান উত্তরণ মডেল কলেজের ২০২৪ সালের বিজ্ঞান বিভাগের এইচ এস সি পরীক্ষার্থী যা আগামী ৩০ জুন অনুষ্ঠিত হবে।
আহত শিক্ষার্থীদের এক বান্ধবী জানান, সোমবার দুপুর ১টায় কলেজের স্পেশাল মডেল টেস্ট শেষ করে বাসায় যাওয়ার উদ্দেশ্যে কলেজে থেকে রওয়ানা দিলে রাস্তা পারাপারের সময় একটি প্রাইভেট কার কলাতলী থেকে বাস থার্মিনাল যাওয়ার পথে মারজানকে চলন্ত অবস্থায় ধাক্কা দিয়ে পালিয়ে যায়। উল্লেখ্য যে, যখন ড্রাইভার তাকে ধাক্কা দেয় ঠিক সেকেন্ড পরে পুনরায় তার পায়ের উপর দিয়ে গাড়ি চালিয়ে যায় এবং তাকে জানে মেরে ফেলার চেষ্ঠা করে। কিন্তু আমরা থাকার কারণে সে তা করতে পারেনি। আমরা সবাই এই খুনি ড্রাইভারের সঠিক বিচার চাই।
কলেজের অধ্যক্ষ প্রফেসর এ কে এম ফজলুল করিম চৌধুরীর বক্তব্যে তিনি জানান, মেহেজাবিন মারজান ২০২৪ সালের বিজ্ঞান বিভাগের একজন মেধাবী এইচ এস সি পরীক্ষার্থী ছিল। এর দূর্ঘটনার কিছুদিন আগেও একই সড়কে বারবার দূর্ঘটনা ঘটেছে। উত্তরণ আবাসিক এলাকায় তিনটি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। যার মধ্যে উত্তরণ মডেল কলেজ, উত্তরণ মডেল হাই স্কুল ও উত্তরণ প্রাথমিক বিদ্যালয়। যেখানে দূর-দূরান্ত থেকে অসংখ্য শিক্ষা রাস্তা পারাপার করে প্রতিষ্ঠানে আসতে হয়। মহাসড়ক হওয়ায় পারাপারের সময় শিক্ষার্থীদের খুব বেশি সমস্যার সম্মুখীন হতে হয়। যদি রাস্তার দুইপার্শ্বে দুইটি স্পিড ব্রেকার দিলে শিক্ষার্থীদের রাস্তা পারাপার করতে খুব বেশি সুবিধা হবে বলে আমি মনে করি। আর কারো মায়ের বুক খালি হবেনা। তাই আমি জেলা প্রশাসক, জেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী অফিসারের প্রতি দৃষ্টিকার্ষন করছি যাবে যথাশীগ্র সম্ভব এই কলেজের প্রধান ফটকের দুই প্রান্তে দুইটি করে স্পীড ব্রেকার দিলে শিক্ষার্থীদের রাস্তা পারাপারে বিঘ্ন ঘটবে না।