সংবাদ বিজ্ঞপ্তিঃ
কক্সবাজারের রামু উপজেলার কৃতি সন্তান মোমিনুর রশিদ আমিন বাংলাদেশ সরকারের সচিব পদে পদোন্নতি লাভ করায় তাঁকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন কক্সবাজার-৩(সদর-রামু) আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমলসহ রামুর ১২১ বিশিষ্ট নাগরিক।
মোমিনুর রশিদ আমিনকে অতিরিক্ত সচিব হতে সচিব পদে পদোন্নতি দিয়ে বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন একাডেমীর সচিব (রেক্টর) হিসেবে পদায়ন করা হয়েছে। তিনি রামুর বিশিষ্ট শিক্ষাবিদ, জোয়ারিয়ানালা এইচ এম সাঁচি উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক জালাল আহমদ চৌধুরীর সন্তান।
এদিকে সচিব মোমিনুর রশিদ আমিন এর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু, উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে তাঁকে অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানিয়ে বিবৃতি দিয়েছেন- কক্সবাজার-৩(সদর-রামু) আসনের সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল, বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) সদস্য ফুটবলার বিজন বড়ুয়া, কক্সবাজার জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, রাজারকুলের সাবেক চেয়ারম্যান জাফর আলম চৌধুরী, রামু সরকারি কলেজের অধ্যক্ষ (ভার.) আব্দুল হক, জোয়ারিয়ানালা এমদাদুল উলুম মাদ্রাসার নায়েবে মুহতামিম মাওলানা হাফেজ আব্দুল হক, রাজারকুল আজিজুল উলুম মাদ্রাসার পরিচালক মাওলানা মোহাম্মদ মোহছেন শরীফ, রামু উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান রিয়াজ উল আলম, রামু উপজেলা পরিষদের সাবেক (ভার.) চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের মহিলা সম্পাদক মুসরাত জাহান মুন্নি, রামু উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. সালাহ উদ্দিন, সাবেক ভাইস চেয়ারম্যান আলী হোসেন, কক্সবাজার জেলা পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক, ট্রাষ্টি বাবুল বড়ুয়া, কক্সবাজার জেলা আইনজীবি সমিতির সাবেক সাধারণ সম্পাদক, জোয়ারিয়ানালা বালিকা উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি এড. ইকবালুর রশিদ আমিন সোহেল, চাকমারকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম সিকদার, ফতেখাঁরকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফরিদুল আলম, খুনিয়াপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাংবাদিক আব্দুল মাবুদ, গর্জনিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, ঈদগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফিরোজ আহমদ ভুট্টো, দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইউনুচ ভুট্টো, রশিদ নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম ডি শাহ আলম, কাউয়ারখোপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাক আহমদ, রাজারকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মফিজুর রহমান, জোয়ারিয়ানালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল শামসুদ্দিন প্রিন্স, কচ্ছপিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু মো. ইসমাইল নোমান, ফতেখাঁরকুল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলাম ভুট্টো, কচ্ছপিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নুরুল আমিন কোম্পানী, জোয়ারিয়ানালা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এম এম নুরুচ ছাফা, উত্তর মিঠাছড়ি প্রজ্ঞামিত্র বন বিহারের অধ্যক্ষ সারমিত্র মহাথের, রামু কেন্দ্রীয় সীমা মহাবিহারের উপাধ্যক্ষ শীলপ্রিয় থের, রামু কেন্দ্রীয় কালী মন্দিরের পুরোহিত সজল ব্রাহ্মন চৌধুরী, রামু খিজারী সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ শহীদুল্লাহ, জোয়ারিয়ানালা এইচ এম সাঁচি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজুল হক সিকদার, জোয়ারিয়ানালা বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ হোছাইন, প্রবীন শিক্ষক ইঞ্জিনিয়ার মীর কাশেম, রামু চৌমুহনী বণিক সমবায় সমিতির সভাপতি অধ্যাপক রফিকুল আলম চৌধুরী, রামু সোনালী অতীত ফুটবল ক্লাবের আহবায়ক তরুপ বড়ুয়া, কক্সবাজার ব্রার্দ্রাস ইউনিয়নের সভাপতি নবু আলম, সাধারণ সম্পাদক পলক বড়ুয়া আপ্পু, শেখ রাসেল গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট পরিচালনা কমিটির সভাপতি ফুটবলার ছিদ্দিক আহমদ, রামু কেন্দ্রীয় সীমা মহাবিহার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক অধ্যক্ষ রাজু বড়ুয়া, রামু প্রেস ক্লাবের সাবেক সভাপতি ছড়াকার দর্পণ বড়ুয়া, রামু প্রেস ক্লাবের সাবেক সভাপতি কবি খালেদ শহীদ, সাবেক সাধারণ সম্পাদক সাংবাদিক সুনীল বড়ুয়া, সুশাসনের জন্য নাগরিক (সুজন) রামুর সভাপতি নাট্যকার মাষ্টার মোহাম্মদ আলম, বাংলাদেশ বেতার কক্সবাজারের সংগীত প্রযোজক শিল্পী বশিরুল ইসলাম, শিল্পী মানসী বড়ুয়া, শিল্পী সোনিয়া বড়ুয়া, শিল্পী মীনা মল্লিক, জোয়ারিয়ানালা ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আবছার কামাল সিকদার, কাউয়ারখোপ হাকিম রহিমা উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ওসমান সরওয়ার মামুন, রামু উপজেলা পুজা উদযাপন পরিষদের আহবায়ক, স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক তপন মল্লিক, জোয়ারিয়ানালা এইচ এম সাঁচি উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি, উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক নীতিশ বড়ুয়া প্রমুখ নেতৃবৃন্দ।