মঈন উদ্দিন মুরাদ:
শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ কক্সবাজার জেলা শাখা’র নবগঠিত কমিটি’র পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।গতকাল ২২ শে মে বুধবার কক্সবাজার জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ কক্সবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক হেদায়েত উল্লাহ বাবুলের সঞ্চালনায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ কক্সবাজার জেলা শাখার সভাপতি মোরশেদ হোসাইন তানিম বলেন,বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্ট কর্তৃক অনুমোদিত বাংলাদেশের একমাত্র সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠন শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ। এই সংগঠনের মাধ্যমে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ সন্তান শহীদ শেখ রাসেলের স্মৃতি স্কুল পর্যায়ে ছাত্র-ছাত্রী ও কোমলমতি শিশুদের
মাঝে শেখ রাসেলের আদর্শকে তুলে ধরার জন্য সারা বাংলাদেশে শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের সর্বস্তরের নেতাকর্মীরা কাজ করে যাচ্ছে।তারই ধারাবাহিকতায় শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ কক্সবাজার জেলা মাঠ পর্যায়ে কাজ করে কক্সবাজার জেলাতে শেখ রাসেলের এই সংগঠনকে একটি স্মার্ট সংগঠনে রূপান্তর করবে। উক্ত পরিচিতি সভায় অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন যথাক্রমে মোঃ আব্দুল গফুর মানিক,মোঃ শফিক,আইয়ুবুল ইসলাম রনি,নেজাম উদ্দিন,মোঃ মঈন উদ্দিন মুরাদ,অসিম সরকার, রেজাউল করিম, শফিউল আলম, ইসমত আরা চৌধুরী জুঁই,মোঃ নঈম,রাশেদ আলী,জিবরান ছিদ্দিকী,হাসান রাজা বাপ্পী,মোঃ শওকত হোসাইন,মুজিবুল ইসলাম আরহাম,রাইতুল হাবিব তানিন,আজিজুল হাকিম বাপ্পী,তারিকুল ইসলাম শামীম,হোসেন মোহাম্মদ তৌফিক,রাজু আহমেদ,মামুন আব্দুল কাইয়ুম,মোহাম্মদ আব্বাস, মোঃ বাপ্পী,রাশেদুল ইসলাম,মোঃ জাবেদ,জিসাদুল ইসলাম,মোহাম্মদ জি এম নুর উদ্দিন,ফাহিম হাসান, ফারদিন কাফী,সুমি আকতার,মোহাম্মদ উল্লাহ প্রমুখ।এসময় নতুন কমিটির আওতাধীন বিভিন্ন উপজেলা, পৌরসভা, স্কুল, কলেজে নতুন কমিটি গঠন ও সংগঠনকে বেগবান করার সিদ্ধান্ত গৃহীত হয়।