শেফাইল উদ্দিন
কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় “বন্ধু ভীড়” সংগঠনের উদ্যোগে শীতার্থ ও বঞ্চিত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। জুমাবার (৪ ফেব্রুয়ারী) রাতে ঈদগাঁও বাজারে এ কম্বল বিতরণ করা হয়। সংগঠনের সদস্যদের প্রত্যেক্ষ সহযোগিতায় এই উদ্যোগ বাস্তবায়ন করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি এডভোকেট মোবারক সাঈদ, সাধারণ সম্পাদক মিছবাহ উদ্দন, সহ-সভাপতি মিছবাহুর রহমান, মোহাম্মদ ইসমাঈল হোসেন, যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ মুবীনুল হক, সাংগঠনিক সম্পাদক হাফেজ আব্দুল লতিফ, অর্থ সম্পাদক জসিম উদ্দিন, প্রচার সম্পাদক আবুল কালাম, দপ্তর সম্পাদক- নওশাদুল আজম, সহ প্রবাসী বিষয়ক সম্পাদক- বেলাল উদ্দীন, আবছার কামাল, নূরুল হুদা, সহ অর্থ সম্পাদক মোঃ আবু তৈয়ব, সদস্য কুতুব উদ্দিন ও মোঃ জাহাঙ্গীর প্রমুখ। উল্লেখ্য- সংগঠনটি সূচনা লগ্ন থেকে সামাজিক ও মানবিক কাজ অব্যাহত রেখেছে, আগামীতেও রাখবে। সংগঠনের নেতৃবৃন্দ এহেন মানবিক কাজ বাস্তবায়নে সকলের সহযোগিতা কামনা করেন পাশাপাশি ইতিমধ্যে যারা সহযোগিতা করেছেন সকলের প্রতি কৃতজ্ঞতা জানান।