রূপালী ডেস্কঃ
আগামী ১২ সেপ্টেম্বর শিক্ষা প্রতিষ্ঠান খোলার পর নিয়মিত সুরক্ষিত রাখা সংক্রান্ত মনিটরিং চেকলিস্টের তথ্য গুগল ডকস্-এর মাধ্যমে পাঠানোর নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর। দেশের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের এই নির্দেশ দেওয়া হয়। শিক্ষা প্রতিষ্ঠান খোলার পর মনিটরিং প্রতিবেদন উপজেলা ও থানা মাধ্যমিক শিক্ষা অফিসারদের প্রতিদিন বেলা ৪টার মধ্যে পাঠাতে নির্দেশ দেওয়া হয়। নির্দেশনায় জানানো হয়, শিক্ষা প্রতিষ্ঠান পুনরায় চালু করার জন্য একটি ‘গাইডলাইন’ এবং একটি নির্দেশনাপত্র জারি করা হয়েছে। ওই গাইডলাইন, নির্দেশনাপত্র এবং কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটির সুপারিশের আলোকে শিক্ষা প্রতিষ্ঠান নিয়মিতভাবে সুরক্ষিত রাখার জন্য দৈনিক ভিত্তিতে মনিটরিং করার লক্ষ্যে একটি মনিটরিং চেকলিস্ট প্রস্তুত করা হয়েছে। মনিটরিং চেকলিস্টের তথ্যগুলো গুগল ডকস্ এর মাধ্যমে প্রতিদিন বেলা ৩টার মধ্যে পাঠাতে হবে। এর আগে মাধ্যমিক বিকালে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের আরেকটি আদেশে শিক্ষা প্রতিষ্ঠান খোলার পর উপজেলা ও থানা মাধ্যমিক শিক্ষা অফিসারদের প্রতিদিন মনিটরিং প্রতিবেদন পাঠানোর নির্দেশনা জারি করা হয়।