শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৮:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
অনিয়ম ও দুর্নীতির ঊর্ধ্বে থেকে পরিচ্ছন্ন কক্সবাজার গড়তে সহযোগিতা চাইলেন নবাগত জেলা প্রশাসক চলছে যৌথ বাহিনীর অভিযান:১৩দিনে ১৫৫ অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ৭২ ভারতের কাছে হারানো ২০০ একর জমি ফেরত পাচ্ছে বাংলাদেশ মাতারবাড়ীতে বর্ণাঢ্য আয়োজনে পালিত পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে জশনে জুলুছ ফাসিঁয়াখালীতে ১০কেজি ওজনের অজগর সাপ উদ্ধার কক্সবাজার প্রেস ক্লাবের উদ্যোগে পবিত্র মাহফিলে মিলাদুন্নবী (স:) উদযাপন রেকর্ড বৃষ্টিতে কক্সবাজার প্লাবিত, পাহাড় ধ্বসে উখিয়া রোহিঙ্গা ক্যাম্প ও কক্সবাজার সদরে ৬ জনের মৃত্যু সাধারণ মানুষকে পুলিশ হয়রানি করলে আমি তাকে হয়রানি করবো- কক্সবাজারের নবাগত পুলিশ সুপার উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে এক শিশু ছাত্রের শ্লীলতাহানির অভিযোগে এক মাদ্রাসা শিক্ষক আটক কুতুবদিয়ায় এক ডাকাত আটক

শালিসির বিষয়কে কেন্দ্র করে মহিলাকে চুরিআঘাত করে পালিয়ে যাওয়ার পথে আটক তিন

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : রবিবার, ৩১ মার্চ, ২০২৪
  • ১৪১ বার পঠিত

মুহাম্মদ এমরান,লামা(বান্দরবান)প্রতিনিধি:

চকরিয়া উপজেলার সুরাজপুর মানিকপুর ইউনিয়নের ০৮ নং ওয়ার্ড, চেয়ারম্যান পাড়া নামক এলাকায় শালিসির বিষয়কে কেন্দ্র করে দুইজন মহিলাকে চুরিআঘাত করা হয়েছে। শনিবার (৩০ মার্চ) দুপুর ১ঘটিকার সময় এই ঘটনা ঘটে।

শনিবার দুপুরে সুরাজপুর মানিকপুর ইউনিয়নে চেয়ারম্যান পড়া এলাকায় শালিসির বিষয়কে কেন্দ্র করে দুইজন মহিলাকে চুরিআঘাত করে ভাড়াটে এক কিশোর গেং। চুরিআঘাত করে পালিয়ে আসার পথে একটি মোটরসাইকেলসহ ইয়াংছা চেকপোস্টে কিশোর গেং এর তিন সদস্যকে আটক করা হয়েছে।

আটককৃতরা হলেন, চকরিয়া উপজেলার ১০ নং চিরিঙ্গা ইউনিয়নের ০৭ নং ওয়ার্ড সদরঘোনার বাসিন্দা , গোলাম রহমান এর ছেলে মোঃ জোনায়েদ(২২), হেদায়েত আলীর ছেলে মোঃ সোয়াইব(২০),মোঃ নেজাম উদ্দীন এর ছেলে মোবারক(১৯)।

সুরাজপুর মানিকপুর ইউনিয়ন, ০৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল হামিদ বলেন, আমার ওয়ার্ডে দু’জন মহিলাকে চুরিআঘাত করে কয়েকজন যুবক পালিয়ে আসতেছে শুনে আমি তাদের পিছু নিয়ে সুরাজপুর মানিকপুর ইউনিয়নের ভিতর দুজনকে আটক করেছি। এরপর ইয়াংছা দিয়ে পালিয়ে যাচ্ছে দেখে আমাদের চেয়ারম্যান সাহেব ইয়াংছা চেকপোস্টে ফোন দিলে ইয়াংছা চেকপোস্টে তিনজনকে আটক করে।

তিনি আরো বলেন, শালিসির বিষয়কে কেন্দ্র করে দুইজন মহিলাকে চুরিআঘাত করেছে উক্ত কিশোর গেং, সুরাজপুর মানিকপুর ইউনিয়নের বাসিন্দা বদিউল আলম এর স্ত্রী রহিমা খাতুন ও মেয়ে ইয়াছমিন আক্তার গুরুতর আহত হয়েছে। তাদেরকে চকরিয়া হাসপাতালে নিয়ে গেলে একজনকে কক্সবাজার হাসপাতালে রেফার করেছে বলে খবর পাওয়া গেছে।

সুরাজপুর মানিকপুর ইউনিয়নের গ্রাম পুলিশ মোঃ সাইদুল ইসলাম বলেন, শালিসির বিষয়কে কেন্দ্র করে বহিরাগত কিশোর গেং এসে দুজন মহিলাকে চুরিআঘাত করে গুরুতর আহত করেছে। আহতদের অবস্থা আশংকা জনক। কিশোর গেং এর তিন সদস্য পালিয়ে আসার সময় আমি তাদের পিছু দৌড়ানি দিয়ে অবশেষে ইয়াংছা চেকপোস্টে তাদের আটক করা হয়েছে। সুরাজপুর মানিকপুর ইউনিয়নে আটককৃত দুজনসহ উক্ত তিনজনকে চকরিয়া থানা পুলিশের হাতে হস্তান্তর করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed By Bangla Webs