নিজস্ব প্রতিবেদক,মহেশখালী।
কক্সবাজার জেলার মহেশখালীতে জমি বিরোধে রুমানা আক্তার (৪০) নামে এক মহিলার বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে তারই এলাকার গুনু মিয়ার পুত্র মোঃ কাইছার, আজিজ উল্লাহ ও মোঃ ফয়েজের বিরুদ্ধে।
ঘটনাটি ৯ ই জুলাই (মঙ্গলবার) গভীর রাতে উপজেলার শাপলাপুর ইউনিয়নের বারিয়াপাড়া গ্রামে। এঘটনায় মহেশখালী থানায় এজাহার দায়ের হয়েছে।
এজাহার সুত্রে জানা যায়, উপজেলার বারিয়াপাড়া গ্রামে গুনু মিয়া গং সাথে তারই রুমানা আক্তারের স্বামী শাহাদাত করিব সাথে দীর্ঘদিন জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এ বিরোধের জেরে ৮ ই জুলাই (সোমবার) আনুমানিক সকাল ৯ টা ২০ মিনিটের সময় বারিয়াপাড়াস্থ সোলেমানের দোকানের সামনে শাহাদাত করিব, রুমানা আক্তার, মেয়ে সুফিয়া ও উর্মিকে প্রকাশ্য দিবালোকেও কাইছারের নেতৃত্বে তার দুই ভাই আজিজ উল্লাহ ও ফয়েজ’সহ প্রায় ৩/৪ জনের একটি দল দেশীয় অস্ত্র, লোহার রড ও লাঠিসোঠা নিয়ে তাদের উপর অর্তকিতভাবে হামলায় একপর্যায়ে মারধরে আহত করে। এঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করে।
পরে এতে ক্ষিপ্ত হয়ে গত ৯ ই জুলাই রাত ১ টার দিকে
ঘরে ঢুকে আসবাবপত্র ভাংচুর করে। এছাড়া ওয়ারড্রপের ড্রয়ার ভেঙে নগদ টাকা ও স্বর্ণলংকার লুট করে নিয়ে যায় বলে অভিযোগ উঠে। এসময় ভুক্তভোগীদের ৯৯৯ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে আইনগত ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছে মহেশখালী থানা পুলিশ। তবে এ ঘটনায় জড়িত থাকার কথা অস্বীকার করেছেন অভিযুক্তরা। প্রত্যক্ষদর্শী বলেন, হঠাৎ হৈচৈ আওয়াজ শুনে কাছে ছুটে আসি। আমাদের বাড়ির সামনে দিয়ে কয়েকজন দৌড়ে যাচ্ছে। তখন মুখ বাঁধা ছিল।
এ ঘটনায় ভুক্তভোগী রুমানা আক্তার সকালে আবারও মহেশখালী থানায় একটি এজাহার দায়ের করেছেন।
বাদী আহত- রুমানা আক্তার জানান, হামলায় আমার স্বামী হাসপাতালে ভর্তি বাড়িতে না থাকার সুযোগে কাইছার ও তার ভাই আজিজ উল্লাহ ও ফয়েজ’সহ ৬/৭ জন মিলে দফায় দফায় হামলা করে ভাংচুর ও লুটপাট করেছে। জমি লিখে না দেয়ায় অতর্কিতভাবে তারা এঘটনা ঘটায়।
স্থানীয় জনপ্রতিনিধি জানান, ঘটনাটি আমি মৌখিকভাবে শুনেছি। বিষয়টি যদি সত্যি হয় প্রশাসন তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করবে বলে আশা রাখি।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে মহেশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) সুকান্ত চক্রবর্তী জানান, হামলা ও ভাংচুরের ঘটনায় থানায় একটি এজাহার গ্রহণ করা হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।