শহর প্রতিনিধিঃ
কক্সবাজার শহর পুলিশের অভিযানে তিনজন সন্ত্রাসী গ্রেফতার ও তাদের হেফাজত হইতে ০২টি টিপ ছোড়া ০১টি প্লাস, লোহার রড ও মুখোশ উদ্ধার করা হয়েছে। ১৫ সেপ্টেম্বর ভোরে শহর পুলিশ ফাঁড়ির একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার পৌরসভা ধীন হাসেমীয়া মাদ্রাসার পাশে গরুর হালদা এলাকায় অভিযান পরিচালনা করেন। ঘটনাস্থলে হইতে তিন জন আসামিকে ১/ আরিফ( ১৮)পিতা মৃত আমির হোসেন সাং আজিমপাড়া ডিগ্রি কলেজ থানা উখিয়া ২/ পারভেজ ( ২০) পিতা নূর মোহাম্মদ সাং নতুন বাহারছড়া থানা সদর ৩/ ওমর ফারুক (২২) পিতা সৈয়দ হোসেন ইসলামাবাদ থানা ঈদগাহ সর্ব জেলা কক্সবাজার দের গ্রেপ্তার করেন। এ সময় তাদের সঙ্গে থাকা ১০/১২ জন ডাকাত পুলিশের উপস্থিতি দেখে দৌড়ে পালিয়ে যায়। ধৃত আসামিদের দেহ তল্লাশি করিয়া দুটি চাইনিজ ছুরি একটি প্লাস ও পলাতক আসামীদের ফেলে যাওয়া দুইটি লোহার রড ০৫(পাচ) টি কালো মুখোশ উপস্থিত সাক্ষীদের সম্মুখে জব্দ তালিকা মূলে জব্দ করা হয়। আসামিদের জিজ্ঞাসাবাদ তারা জানায় যে বাস স্ট্যান্ড এলাকা হইতে শহরের দিকে আসা গভীর রাতে সিএনজি অটো ও প্রাইভেট গাড়িতে বসা যাত্রীদের মূল্যবান মালামাল ডাকাতি করার প্রস্তুতি গ্রহণ করিতে ছিল তারা। ধৃত আসামিদের বিরুদ্ধে চুরি ছিনতাই অস্ত্র ডাকাতির প্রস্তুতি সহ একাধিক মামলা রয়েছে সদর মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে অদ্য বিজ্ঞ আদালতে আসামিদের প্রেরণ করা হয়।