বার্তা পরিবেশক:
গত ১১ ই জুন দেশ বিদেশে ও গণসংযোগ’সহ সোস্যাল মিডিয়া উল্লেখিত প্রতিবেদনটির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। শফি অবৈধ মালামাল নিয়ে দুবাই কারাগারে বন্দি মোরশেদ এ শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ করেছেন দুবাই প্রবাসী মোরশেদ এর স্ত্রী ও তার ভাই। নিরীহ শফিকে জড়িয়ে যে খবর প্রকাশিত হয়েছে তা সম্পূর্ণ ভুয়া, বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত
প্রকৃত ঘটনা হচ্ছে, আমার স্বামী জেলে সত্য, জাগিরাঘোনা ফারুক থেকে ভিসা নিয়েছি দুবাই যায়, ঢাকার একটা লোকের সাথে চাকরী করে এদের মধ্যে কি হয়েছে জানি না, একদিন আমাকে জেল থেকে ফোন করে বলে সিআইডি পুলিশ আটক করেছে বলে আমার স্বামী, বাংলাদেশে শফি আটক করিয়েছে বলে এতে শফির বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে তা সত্য নয়। শফির উন্নতিতে ঈর্ষান্বিত হয়ে ও ব্যক্তিগত আক্রোশ থেকে শফিকে ব্যক্তি নামে নানা অপপ্রচার চালিয়ে আসছেন। একটি পক্ষ। শফিমান প্রতিপন্ন হয়েছে তার জন্য ক্ষমাপ্রার্থী।
প্রতিবেদকের ভিডিও বক্তব্যে সব তথ্যপ্রমাণের ভিত্তিতেই সংবাদটি প্রকাশ করা হয়েছে। এসব তথ্যপ্রমাণ সাংবাদিকদের কাছে সংরক্ষিত রয়েছে। এছাড়া প্রতিবাদকারীসহ সংশ্লিষ্টদের বক্তব্য সংবাদে উপস্থাপন করা হয়েছে।
উক্ত পত্রিকায় প্রকাশিত সংবাদটি সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন। কে বা কারা প্রতিহিংসা চরিতার্থ করার জন্য এহেন কর্মকাণ্ডে লিপ্ত। শফি ও তার পরিবারের সুনাম ক্ষুণ্ণ করা হয়েছে। এ বিষয়ে তারা সশরীরে উপস্থিত হয়ে সাক্ষ্য দিতে রাজি আছেন। তারা বলেন, তারা সুপরিচিত ও স্বনামধন্য ব্যবসায়ী হিসেবে সাধারণ জানে অসত্য মিথ্যা ঘটনা সমর্থন করতে পারেন না বিদায়। উল্লেখিত প্রতিবেদনটির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছেন।
প্রতিবাদকারী
প্রবাসীর স্ত্রী- রিটা মনি
স্বামী- মোরশেদ
সাং- ঘোনাপাড়া, ৫নং ওয়ার্ড, পৌরসভা, মহেশখালী।