এম.এ.কে.রানা,কক্সবাজার::
কক্সবাজারের মহেশখালী উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানরা আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেছেন।
মঙ্গলবার (২৮ মে) বেলা সাড়ে ১১ টায় চট্টগ্রাম সার্কিট হাউজের হলরুমে তাদের শপথবাক্য পাঠ করান চট্টগ্রাম বিভাগীয় কমিশনার তোফায়েল ইসলাম।
নবনির্বাচিত চেয়ারম্যান বিশিষ্ট ব্যবসায়ী জয়নাল আবেদীন, ভাইস চেয়ারম্যান বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ আবু ছালেহ, মহিলা ভাইস চেয়ারম্যান মনোয়ারা কাজল শপথ নেন।
উল্লেখ্য, ৮ মে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে মহেশখালী উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হয়।
এতে চেয়ারম্যান পদে জয়নাল আবেদীন দোয়াত কলম মার্কার প্রার্থী ৩৮ হাজার ১২৯ ভোট, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে বই মার্কার প্রার্থী আবু ছালেহ ২৫ হাজার ৬০৬ ভোট, মহিলা ভাইস চেয়ারম্যান পদে কলস মার্কার প্রার্থী মনোয়ারা কাজল ৪৫ হাজার ৮০৭ ভোটে বিজয় লাভ করেন।