স্টাফ রিপোর্টারঃ
পার্বত্য লামার ফাইতং ইউনিয়নের একটি লেবু বাগানে পড়ে থাকা মুবিনুল হক (১৭) নামের এক মোটরসাইকেল চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (১৭মে) ২টার সময় ফাইতং ইউপির ৩নং ওয়ার্ডের অলি কাটার ঝিরির (লাল পাইন্না ঝিরি) লেবু বাগানে লাশটি উদ্ধার করা হয়।
জানা গেছে,উদ্ধার করা লাশটি চকরিয়ার মাইজ পাড়া এলাকার নুরুল আলম ছেলে মুবিনুল হক(১৭)। নিহত মুবিন পেশায় একজন মোটরসাইকেল চালক।
ঘটনার সত্যতা নিশ্চিত করে লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ মোহাম্মদ মিজানুর রহমান বলেন, উদ্ধার করা লাশের ভাবি খালেদার দেওয়া তথ্য ও দেখানো মতে লেবু বাগান থেকে আমরা নিহত মুবিনের লাশ উদ্ধার করি।নিহতের ভাবি খালেদা ও বড়ভাই খলিমুল্লাহ ৩/৪দিন ধরে খুঁজে না পাওয়া মুবিনের লাশ বলে চিহৃিত করেন।ফলে ময়না তদন্তে শেষে লাশটি নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হবে। ৩/৪দিন হওয়ায় লাশ অনেকাংশ পঁচে গলে গেছে৷