মোঃ নাজমুল হুদা, লামাঃ
লামায় প্রবারণা পূর্ণিমা উপলক্ষে আর্থিক অনুদান বিতরণ করা হয়েছে। সেক্ষেত্রে বৌদ্ধ ধর্মের অনুসারীদের প্রবারণা পূর্ণিমা উপলক্ষে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি মহোদয়ের সহোযোগিতায় পার্বত্য বিষয়ক মন্ত্রণালয়, বান্দরবান জেলা পরিষদ ও লামা পৌরসভার যৌথ উদ্যোগে লামা পৌরসভার ৮ টিসহ লামা উপজেলায় মোট ৭৬টি কেয়াং ও বৌদ্ধ বিহারে নগদ অর্থ প্রদান করা হয়। সোমবার (১৮ অক্টোবর) বিকালে লামা উপজেলা পরিষদ মিলনায়তনে এ নগদ অর্থ বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন লামা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোস্তফা জামাল, নবাগত লামা উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোস্তফা জাবেদ কায়সার, পৌর মেয়র মোঃ জহিরুল ইসলাম, দুই বান্দরবান পার্বত্য জেলা পরিষদ সদস্য বীর মুক্তিযোদ্ধা শেখ মাহবুবুর ও নারীনেত্রী ফাতেমা পারুল, ইউপি চেয়ারম্যান বাথোয়াইচিং মার্মা, পিআইও মোঃ মজনুর রহমান, থানার ওসি তদন্ত মোহাম্মদ আলমগীর, ইউপি চেয়ারম্যান ছাচিং প্রু মার্মাসহ বৌদ্ধ ধর্মের কেয়াং এর দায়িত্বশীলরা।