স্টাফ রিপোর্টারঃ
পার্বত্য লামা পৌরসভা এলাকার পরিত্যত্ত এক পুকুর থেকে প্রিয়ন্তী চাকমা (১৪) নামের এক ছাত্রীর লাম উদ্ধার করে পুলিশ।নিহত ছাত্রী লামা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী। বুধবার (৮ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে পৌরসভার ৭নং ওয়ার্ডের নুনারবিল মার্মা পাড়ার পুকুর থেকে মরদেহ উদ্ধার করা হয়। নিহত,প্রিয়ন্তী চাকমা (১৪) নিক্সন চাকমা ও জ্যোতিকা চাকমার একমাত্র পালক মেয়ে। জানা যায়,নিক্সন চাকমা লামায় একটি এনজিওতে চাকরি করেন। তারা বড় নুনারবিল মার্মা পাড়ার মংহ্লা প্রু মার্মার ভাড়া বাড়িতে থাকতেন। নিক্সন চাকমার নিজ বাড়ি খাগড়াছড়ি জেলার দীঘিনালা সদরে। পালক মেয়ে হলেও তারা মেয়েটিকে নিজ সন্তানেরমত মত লালন-পালন করতেন। লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ মোহাম্মদ মিজানুর রহমান বলেন,খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্হলে যান।সেখানে দমকবাহিনীর সহযোগিতায় মরদেহ উদ্ধার করা হয়।মরদেহ প্রাথমিক সুরতহাল রিপোর্ট তৈরী শেষে ময়নাতদন্তের জন্য বান্দরবান জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।কি কারণে কিভাবে ঘটনা ঘটল,তা জানতে পুলিশ মাঠে কাজ করছেন।