মোঃ নাজমুল হুদা,লামাঃ
বান্দরবানের লামা উপজেলার দুর্গম লুলাইং এলাকায় শীতবস্ত্র বিতরন করেছে বাংলাদেশ সেনাবাহিনী। শনিবার (১২ ফেব্রুয়ারী) সকাল সাড়ে ১০ টায় লামা উপজেলার লুলাইংমুখ বাঙ্গালি বাজারে আলীকদম সেনা জোনের উদ্যোগে অসহায় শীতার্ত ও শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরন করা হয়। আলীকদম সেনা জোনের উপ-অধিনায়ক মেজর জোবায়ের মোহাম্মদ খালেদ হোসেন (২৩ বীর) এর নেতৃত্বে এসব শীতবস্ত্র বিতরন করা হয়। এসময় তিনি অসহায় ৬০ জন শীতার্তের মাঝে শীতবস্ত্র (কম্বল) ও ৮৫ জন শিশুদের গরম কাপড় বিতরন করেন। সেক্ষেত্রে তীব্র শীতে গরম কাপড় পেয়ে দুর্গমের স্থানীয়দের অনেক আনন্দিত ও উৎফুল্ল হতে দেখা গেছে।