মুহাম্মদ এমরান,লামা(বান্দরবান)প্রতিনিধি:
লামা উপজেলাধীন ০৩ নং ফাঁসিয়াখালী ইউনিয়নের ০৯ নং ওয়ার্ড,ছোট পাড়া,পূর্ব ছোট পাড়া, বড় পড়া,বাশকাইল্লাঝীরি নতুন মুসলিম পড়ায় গত তিন দিন যাবত বিদ্যুৎ নেই।
এতে প্রায় শতাধীক পরিবার অন্ধকারে জীবন-যাপন করতেছে। একটি ট্রান্সফার মিটার নষ্ট হওয়ার কারণে শতাধিক পরিবার কষ্ট পাচ্ছে।
এই গ্রামের মসজিদ-মাদ্রাসা,স্কুল কোথাও নেই বিদ্যুৎ। উক্ত এলাকার গ্রাহকরা বলেন, ট্রান্সফার মিটার নষ্ট হওয়ার ফলে আমাদের এলাকায় বিদ্যুৎ নেই। অন্ধকারে জীবন-যাপন করতেছি আমরা।
গ্রাহকের আরো বলেন,লামা বিদ্যুৎ অফিসের লোকজনের সাথে যোগাযোগ করেছি। তারা বলেন, ট্রান্সফার মিটার আনতে হলে আমাদের গাড়ি ভাড়া দিতে হবে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক গ্রাহক বলেন, আমরা প্রতি মাসে সরকারকে বিদ্যুৎ বিল দিচ্ছি। ট্রান্সফার মিটার নষ্ট হয়েছে এটি ঠিক করে দেওয়ার দায়িত্ব তাদের। ট্রান্সফার মিটার আনার জন্য আমাদের কেন টাকা দিতে হবে? সরকারি নিয়ম অনুযায়ী কি আমাদের টাকা দিতে হবে? আমরা লামা উপজেলার সম্মানিত চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের সুদৃষ্টি আকর্ষণ করছি।