মুহাম্মদ এমরান,লামা(বান্দরবান)প্রতিনিধি।
বান্দরবানের লামা উপজেলাধীন ০৩ নং ফাঁসিয়াখালী ইউনিয়নের ইয়াংছা নতুন রাস্তার মাথা থেকে বনপুর পর্যন্ত প্রায় ৩কিলোমিটার রাস্তা মেরামতের কাজ করলো ইয়াংছা সিএনজি মাহিন্দ্রা টমটম মালিক সমবায় সমিতি লিঃ এর সদস্যরা।
শুক্রবার (১২জুলাই) সকাল থেকে লামা উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান মোস্তফা জামাল এর সার্বিক সহযোগিতায় ইয়াংছা সিএনজি সমিতির সভাপতি মোঃ নেজাম কোম্পানির তত্ত্বাবধানে অত্র সমিতির সদস্য,বনপুর রোডের সিএনজি চালকেরা বৃষ্টিতে ভিজে ভিজেই রাস্তা মেরামতের কাজ করে।কয়েকদিনের অতি বৃষ্টিতে পাহাড়ের পানির স্রোতে রাস্তার অনেক স্থানে ভেঙ্গে গর্ত হয়ে যায়। এতে মানুষ যাতায়াতের অনুপযোগী হয়ে পড়ে এই রাস্তা টি।
সমিতির সভাপতি মোঃ নেজাম উদ্দিন কোম্পানি বলেন, বনপুর রোডের মানুষের যাতায়াতের কথা চিন্তা করে আমাদের সংগঠনের উদ্যোগে লামা উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান মোস্তফা জামাল মহোদয়ের সার্বিক সহযোগিতায় আজ বনপুর রোডে ৭গাড়ি বালু ও ৮গাড়ি ভাঙ্গা ইট দিয়ে সারাদিন আমার সংগঠনের যে সকল সদস্যরা বনপুর রোডে গাড়ি চালায় তাদের সবাইকে দিয়ে রাস্তা মেরামতের কাজ করি। কয়েকদিন যাবত অতি বৃষ্টি হওয়ার কারণে বনপুর রোডে গাড়ি চলাচল অনুপযোগী হয়ে পড়ে। এই রোড দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ যাতায়াত করে। তাদের কথা চিন্তা করে লামা উপজেলা পরিষদের চেয়ারম্যানকে বলে সংগঠনের উদ্যোগে আজ বৃষ্টিতে ভিজে ভিজেই রাস্তা মেরামতের কাজ করেছে আমাদের সিএনজি সংগঠনের সদস্যরা।
বনপুর রোডের কয়েকজন যাত্রীদের সাথে কথা বললে তারা জানাই, আমাদের বনপুর রোডের অবস্থা খুবই খারাপ। শুকনো মৌসুমে যেমন তেমন বর্ষা আসলেই রাস্তা দিয়ে চলাচল করা অনুপযোগী হয়ে পড়ে। এতে আমাদের প্রায় ৫হাজার মানুষ ভোগান্তিতে পড়ি। আজ লামা উপজেলা পরিষদের চেয়ারম্যানের সহযোগিতায় ইয়াংছা সিএনজি সংগঠনের উদ্যোগে আমাদের যাতায়াতের রাস্তা মেরামত করেছে।এতে আমরা কিছুদিন সুন্দর ভাবে যাতায়াত করতে পারবো। আগে প্রতিদিন একটা না একটা গাড়ি এক্সিডেন্ট করতো। এখন রাস্তা মেরামত হওয়ায় আমাদের জন্য সুবিধা হয়েছে।