মোঃ উসমান গণি
পোকখালী এমদাদিয়া আজিজুল উলুম মাদ্রাসার প্রতিষ্টাতা আল্লামা শায়খুল হাদীস মাওলানা মোখতার আহমদ হুজুরের নামাজে জানাজা সম্পন্ন। অদ্য (২৪ আগস্ট) সকাল ১১টা ৩০ মিনিটে পোকখালী মাদ্রাসায় মাঠে তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন মাওলানা মোক্তার আহমেদ এর সুযোগ্য পুত্র মুফতি আব্দুল আজিজ। নামাযে জানাযায় অংশ নেন মুফতি,এমদাদুল্লাহ্ হক, শাইখুল হাদিস ইসলামীক রিচার্জ সেন্টার বুসুন্ধধারা ঢাকা, মুফতি ওবায়দুল্লাহ হামজ্জা,আল জামিয়া ইসলামিয়া পটিয়া, মুফতি কেফায়েত উল্লাহ্,টেকনাফ,শামসু উদ্দিন ইসলামী ব্যাংক, এছাড়া স্হানীয় ও দূরদূরান্ত থেকে আগত প্রায় লাখখানেক মুসল্লীগণ যানাজায় অংশগ্রহণ করেন। এদিকে জানাজার পর মাদ্রাসার কবরস্থানে মাওলানা মোখতার আহমদের দাফনের কাজ সম্পন্ন হয়েছে। উল্লেখ যোগ্যঃ গতকাল সোমবার ২৩ আগস্ট বেলা আড়াইটার দিকে ঈদগাঁও ডায়াবেটিস কেয়ার সেন্টার এন্ড মডেল হাসপাতালে প্রবীণ এই আলেম ইন্তেকাল করেন। হুজুরের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসছে।