শেফাইল উদ্দিন
কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁওতে করোনা সংক্রমন রোধে সর্বান্তক লকডাউন কার্যকরে কাজ করছে ঈদগাঁও থানা পুলিশ ।
রবিবার ( ১৮এপ্রিল) দুপুর সাড়ে বারোটায় ঈদগাও বাসষ্টেশন ও বাজারে লকডাউন কার্যকরে কাজ করছে পুলিশ ।
জানাযায়,ঈদগাও থানার অফিসার ইনচার্জ আব্দুল হালিমের নির্দেশে এস আই রেজাউল করিম ও এস আই মামুনের নেতৃত্বে পুলিশ দল ঈদগাও বাসষ্টেশন ও বাজারে লকডাউন কার্যকরে কাজ করে যাচ্ছে। বাস স্টেশনস্থ মহাসড়ক ও বাজারের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ ও গাড়ি চলাচল বন্ধ করে দিয়েছে এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কগুলো কাঠ দিয়ে ব্রিকেট দিয়ে জন ও যান চলাচল বন্ধ করে দিয়েছে। বাসষ্টেশন হয়ে বাজারে নামতে ,বন্কিমবাজার, বাজারের দক্ষিণ পাশে ডিসি সড়কে এবং আলমছিয়া সড়কে জন ও যান চলাচলে ব্রিকেট দেয় পুলিশ ।এ ব্যাপারে এস আই রেজাউল করিমের সাথে কথা হলে জানান,জনগন সহযোগিতা করলে লকডাউন আরও কার্যকর হবে করোনার ভয়াবহতা থেকে আমরা মুক্তি পাব ।
সর্বাত্মক লকডাউনের আজ ৫ম দিনে ঈদগাও বাজারের খাদ্য পন্যের দোকান দোকান ছাড়া অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে এবং জরুরি প্রয়োজন ছাড়া যান ওজন চলাচল করতে দিচ্ছে না পুলিশ।