শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৭:৩০ অপরাহ্ন
শিরোনাম :
চকরিয়ায় আ’লীগ নেতা ভূমিদস্যুর জামালগং থেকে জায়গা উদ্ধারে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল নাইক্ষ্যংছড়িতে দেশীয় তৈরি ২টি একনলা বন্দুক উদ্ধার  আটক ১ জাবি কক্সবাজার জেলা ছাত্রকল্যাণ সমিতির নেতৃত্বে ইমরান-বোরহান রাশেদের নিজ অর্থায়নে ১০০ পরিবারের মাঝে শীতবস্ত্র  বিতরণ বেপরোয়া ট্রাকের ধাক্কায় সংবাদকর্মী  জীবন নিহত  ঘুমধুমে শীতার্তদের মাঝে বিজিবি’র কম্বল বিতরণ লামায় বৈদ্যুতিক ফাঁদে শক খেয়ে বন্য হাতির মৃত্যু  নাইক্ষ্যংছড়িতে ১১ বিজিবির উদ্যোগে কম্বল বিতরণ মহা খুশি শীতার্ত মানুষ  খুরুশকুল ইউনিয়ন বিএনপি’র আংশিক কমিটির অনুমোদন লামায় ছিনতাইয়ের ঘটনায় চকরিয়া থানায় মামলা,ভিকটিম মামলার আসামী!

রোহিঙ্গাকে ছেলে সাজিয়ে নিয়েছে বাংলাদেশী জন্ম নিবন্ধন!

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : সোমবার, ১৮ মার্চ, ২০২৪
  • ১৪৪ বার পঠিত

চকরিয়া(কক্সবাজার)প্রতিনিধি:
কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের বাসিন্দা আমির হামজা (এনআইডি নং- ৭৭৯১০৯৯২৭৩)ও স্ত্রী জুুহুরা খাতুনের(এনআইডি নং- ৬৮৭৩৩৪৪০৯৪) ছেলে বানিয়ে কক্সবাজার পৌরসভার দক্ষিন রুমালিয়ার ছড়ার বাসিন্দা দেখিয়ে জন্ম নিবন্ধন করেন রোহিঙ্গা মোহাম্মদ রশিদ (জন্ম নিবন্ধন- ১৯৮৯২২২৬৬০৭১৬৬৮১২)। অথচ আমির হামজা ২ ছেলে ৬ কন্যা সন্তান রয়েছে। তাহলে মোহাম্মদ রশিদ নামের কোন সন্তান নেই বলে প্রতিয়মান হয়।

মোহাম্মদ রশিদ খুটাখালী থেকে উচ্ছেদ করে টেকনাফ ২৬নং মৌচনী ক্যাম্পের বি বøকের ৮নং শেডের অধীন ইউএনএইচসিআর এর নিবন্ধীত এমআরসি নং- ২৫৫২৫-এ ভাতাভোগী রোহিঙ্গা নুর নাহার এর স্বামী। তবে সে প্রবাসী বলে জানা গেছে। বর্তমানে তারা ক্যাম্পে না থেকে ক্যাম্প প্রহরী প্রশাসনকে ম্যানেজ করে ফের খুটাখালীতে বসবাস করছে। রশিদের নিবন্ধন শো- করে তার ছোট এক ছেলে মোহাম্মদ রিহানকে খুটাখালী ইউপির মধ্যম গর্জনতলীর ঠিকানা দেখিয়ে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন থেকে জন্ম নিবন্ধন করেন, যার নং- ২০০৬২৬৯২৫১২৬৬১৯৭১। একইভাবে খুটাখালীর গর্জনতলীর ঠিকানা দেখিয়ে মেয়ে আসমাউল হোসনার জন্ম নিবন্ধন করেন, যার নং- ২০১০২২১১৬৬৭৭২২৩৯৮। উচ্ছেদ অভিযানের সময় রোজিঙ্গাদের করা এনআইডি ও জন্ম নিবন্ধন কার্ড জব্দ করে উপজেলা প্রশাসন।
আমির হামজা (লালুর) কাছে জানতে চাইলে তিনি বলেন, আমার ২ ছেলে রয়েছে। আর কোন ছেলে নেই। সুতরাং এরকম যদি কেউ করে থাকে আমি প্রতিবাদ জানাব।

আমির হামজার অপরাপর ভাই, ভাতিজা ও প্রতিবেশীদের সাথে যোগাযোগ করে জানাযায়, আমির হামজার ২জন স্ত্রীর মধ্যে ১ম স্ত্রী মারা যান। ২য় স্ত্রী জোহরা খাতুন জীবিত আছেন। ২ স্ত্রীর মধ্যে ২ ছেলে ৬ কন্যা সন্তান রয়েছে। ২ ছেলেরা হলো, সাইফুল ইসলাম ও নজরুল ইসলাম, ৬ মেয়েরা হলো, পারেছা বেগম, আরেফা বেগম, বেবী আকতার, বিউটি আকতার, আমেনা আকতার, জন্নাতুল ফেরদৌস। সুতরাং তাদের পরিবারে মোহাম্মদ রশিদ নামের কোন ছেলে সন্তান নেই।
গর্জনতলীর বাসিন্দারা জানান, রশিদকে জন্ম নিবন্ধন করতে সহযোগীতা করেন, আমির হামজার মেয়ে বেবী আকতার। বেবীকে প্রায় সময় রোহিঙ্গা রশিদের বাড়িতে দেখা যেত।

খুটাখালী ইউপির চেয়ারম্যান মাওলানা আবদুর রহমান বলেন, আমাদের পরিষদ থেকে তথ্য গোপন করে রোহিঙ্গা ১ মেয়ের নামে নিবন্ধন করায় মেম্বার ছৈয়দ হোছাইন তা জব্দ করে। পরে বাতিলের জন্য সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে বলে জানিয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed By Bangla Webs