মো:ফরহাদ।
রাস্তায় বৃষ্টির পানি জমে চরম ভোগান্তিতে পড়েছে মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নের ঘোনাপাড়ার (৪নং ওয়ার্ড) সাধারণ মানুষ। বর্ষাকাল এলে গ্রামবাসীর দুর্ভোগের শেষ নেই।
বৃষ্টির পানি যাওয়ার পথ বন্ধ করায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন গ্রামবাসী।
ভুক্তভোগী লোকজন জানান, প্রতিবছর বর্ষা মৌসুমের শুরুতে রাস্তার দুই পাশে বসবাস করা কয়েকটি অসাধু পরিবারের লোক মিলে রাস্তার এক পাশে বাঁধ বাধে, যাতে রাস্তার পানি যেতে না পারে। বৃষ্টির পানি বের হওয়ার পথ বন্ধ করে রাখে। ফলে রাস্তায় বৃষ্টির পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়, যা চলাফেরায় চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে। ভারী বৃষ্টি হলে রাস্তার পাশে থাকা দোকানে পানি ডুকে মালপত্র ভিজে নষ্ট হয়ে যায় ফলে তাদের দোকান বন্ধ রাখতে বাধ্য হয়।
ঘোনাপাড়া বেসরকারী প্রাথমিক বিদ্যালয়ের পাশ দিয়ে যাওয়া এই রাস্তাটি কয়েকটি গ্রামে যাওয়ার প্রধান রাস্তা এবং এই রাস্তা দিয়ে স্কুলে যাওয়া-আসা করে শত শত ছাত্র-ছাত্রী। স্কুলের প্রধান শিক্ষক জানান, বৃষ্টির দিনে স্কুলে আসতে ছোট ছোট ছেলে-মেয়েদের অনেক কষ্ট হয় স্কুলে আসার সময় তাদের বইপত্র,স্কুলের ড্রেস ভিজে যায়।
এ ব্যাপারে প্রতিবেদক মুটোফোনে মেম্বরকে জানালে তিনি বলেন, এটি আমি দ্রুত ব্যবস্থা নিচ্ছি।