রামু সংবাদদাতা:
বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল এমপি রামু উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের ক্ষতিগ্রস্থ রাজারকুল-মনিরঝিল সড়ক ও সোনাইছড়ি সেতু পরিদর্শন করেছেন। গত কয়েকদিনের টানা বৃষ্টিতে সেতুটির সংযোগ সড়কের একাংশ ভেঙ্গে যায়।
শুক্রবার (১২ জুলাই) সকালে হুইপ কমল ক্ষতিগ্রস্ত সেতু ও রাস্তা ভাঙ্গন পরিদর্শনে যান।
পরিদর্শনকালে জাতীয় সংসদের হুইপ সাইমুম সরওয়ার কমল এমপি বলেন, কাউয়ারখোপের মনিরঝিল এলাকাটি একসময় দুর্গম জনপদ ছিলো। গত কযেক বছরে আমরা সম্মিলিত প্রচেষ্টায এ গ্রামের রাস্তা, সেতু, শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন পর্যায়ে উন্নয়ন করে যাচ্ছি। দুর্গম জনপদ থেকে
মনিরঝিল এখন উন্নয়নের মডেল। দুভার্গ্যবশত অতি বৃষ্টির কারনে সোনাইছড়ি খালের উপর নির্মিত সেতুটির সংযোগস্থলে ভাঙ্গন দেখা দেয। ফলে এলাকার জনসাধারণ চলাচলে সমস্যায় পড়ে। আমরা প্রাথমিকভাবে মানুষের চলাচলের ব্যবস্থা করে দিচ্ছি, সে সাথে দ্রুত সময়ের মধ্যে ভাঙ্গনটি সংস্কার করতে সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছি। সাইমুম সরওয়ার কমল এমপি পাহাড়ি এলাকায় বসবাসরতদের ঝড়বৃষ্টি হলে দ্রুত সময়ে নিরাপদ স্থানে আশ্রয় নেয়ার আহবান জানিয়ে দুর্যোগকালিন সমস্যায় তাঁর সাথে যোগাযোগ করার অনুরোধ করেন।
এসময় রামু উপজেলা পরিষদের চেয়ারম্যান সিরাজুল ইসলাম ভুট্টো, উপজেলা নির্বাহী অফিসার মো. রাশেদুল ইসলাম, উপজেলা প্রকৌশলী মনজুর হাসান ভুঁইয়া, কাউয়ারখোপ ইউনিয়নের চেয়ারম্যান শামসুল আলম, কাউয়ারখোপ আওয়ামীলীগ নেতা ওসমান সরওয়ার মামুন, জহির উদ্দিন, ইউনিয়নের আওয়ামী লীগ, যুবলীগ,স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্ধ উপস্থিত ছিলেন।
পরিদর্শন শেষে পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সাইমুম সরওয়ার কমল এমপি ঈদগাঁও উপজেলার ঈদগাঁও বাজার কেন্দ্রীয় জামে মসজিদে পবিত্র জুমার নামাজ আদায় করেন। পরে তিনি স্থানীয়দের সাথে সৌজন্য স্বাক্ষাৎ করেন। বিকাল ৩ টার দিকে হুইপ কমল রামুর খুনিয়াপালং ইউনিয়নে একটি সামাজিক অনুষ্ঠানে অংশ নেন। পরে তিনি কক্সবাজার পৌরসভার ৭ নং ওয়ার্ডের সিকদার বাজার, সমিতি পাড়া বাজার, কলাতলী ও ঝিলংজার দক্ষিণ মুহুরি পাড়া এলাকায় পাহাড় ধসে নিহতদের পরিবারের কাছে ছুটে যান। এসময় তাদের আর্থিক সহায়তার পাশাপাশি সবসময় পাশে থাকার আশ্বাস দেন। রাতে জাতীয় সংসদের হুইপ সাইমুম সরওয়ার কমল এমপি কক্সবাজারের হোটেল লংবিচে বাংলাদেশ নেটওয়ার্ক অপারেটর গ্রুপ আয়োজিত সেমিনারে প্রধান অতিথির বক্তৃতা করেন।