প্রেস বিজ্ঞপ্তি,
রামুর বাঁকখালী নদীতে মাছের পোনা অবমুক্ত করেছেন কক্সবাজার -৩(সদর-রামু- ইদগাঁও) আসনের সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল| সোমবার (৩০ আগস্ট) বেলা ১২ টায় রামু বাঁকখালী নদীর ফতেখাঁরকুল ইউনিয়নের পূর্ব দ্বীপ ফতেখাঁরকুল-রাজারকুল পয়েন্টে এ পোনা মাছ অবমুক্তকরণ করা হয়| এসময় এমপি কমল বলেছেন- অবমুক্ত করা পোনা মাছ বড় হলে, নদীর তীরবর্তী দরিদ্র জনগোষ্ঠীই লাভবান হবেন | “বেশি বেশি মাছ চাষ করি, বেকারত্ব দুর করি” মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ প্রতিপাদ্যে সুখী সমৃদ্ধ দেশ গড়তে, মাছ উৎপাদন বৃদ্ধি করতে হবে। যে সমস্ত মাছ নদীতে বংশবৃদ্ধি করে আগামীতে সে সমস্ত মাছের পোনা অবমুক্ত করতে তিনি সংশ্লিষ্ট মৎস কর্মকর্তার প্রতি আহবান জানান | রামু উপজেলায় বাঁকখালী নদীতে মাছের পোনা অবমুক্তকরণ অনুষ্ঠানে উপস্থিত ও বক্তব্য রাখেন, রামু উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মামুনুর রশিদ, রাজারকুল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মুফিজুর রহমান, স্থানীয় আওয়ামী লীগ নেতা ফরিদুল আলম মেম্বার, হাকিম আলী, রামু যুবলীগ সাধারণ সম্পাদক নীতিশ বড়ুয়া, উপজেলা স্বেচ্ছা সেবক লীগ যুগ্ম সম্পাদক আবুবক্কর ছিদ্দিক, রামু কলেজের শিক্ষক, ফুটবলার জাহাঙ্গীর আলম প্রমুখ। রামু উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মামুনুর রশিদ জানান, অভ্যন্তরীণ জলাভূমি, বর্ষা প্লাবিত ধানক্ষেত, প্লাবন ভূমি, প্রাতিষ্ঠানিক জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ ও বিতরণ কর্মসূচির আওতায় রামুর বাঁকখালী নদীতে পোনা মাছ অবমুক্ত করা হয়েছে। মৎস্য অধিদপ্তরাধীন ২০২১-২০২২ অর্থ বছরে রাজস্ব বাজেটের আওতায় বাঁকখালী নদীতে ২০০ কেজি রুই, কাতল, মৃগেলসহ নানা জাতের মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।