ফরিদুল আলম রনি:
কক্সবাজারের রামু উপজেলার জোয়ারিয়ানালা রেঞ্জের জোয়ারিয়ানালা বিটস্থ বনভূমির স্থানীয় ভি.আই.পি টিলা নামক এলাকায় চিহ্নিত ভূমি দস্যু অবৈধ জবরদখলকারী ফয়সাল (৩২) কর্তৃক মুরগির খামার নির্মাণের উদ্দেশ্যে ঘর তৈরীকালে বন বিভাগের উচ্ছেদ অভিযান করা হয়।শনিবার ভোর আনুমানিক ৭ ঘটিকার সময় অভিযানের শেষ পর্যায়ে চিহ্নিত ভূমি দস্যু ফয়সাল (৩২) ও তার সহযোগী ওবাইদুল (৩৪), কালাম (৩০), রুবেল, আরিফ, মহিউদ্দিন সহ অজ্ঞাত নামা আরো ৪০-৪৫ জন অকস্মাৎ অভিযানে অংশগ্রহণকারী বন কর্মকর্তা/কর্মচারী ও শ্রমিকদের উপর ধারালো দা, লাঠি, লোহার রডসহ স্থানীয় অস্ত্র-সস্ত্র সহযোগে হামলা করে।
এ সময়ে অভিযানে অংশগ্রহণকারীগণ নিরাপদে রেঞ্জ কার্যালয়ে ফিরে আসার চেষ্টকালে বন কর্মকর্তা/কর্মচারীগণ ভূমিদস্যুদের সুপরিকল্পিত হামলায় রেঞ্জ কর্মকর্তা সুলতান মাহমুদ (টিটু), জোয়ারিয়ানালা রেঞ্জ মোঃ আব্দুল জব্বার, পিএমখালী রেঞ্জ বাসুদেব বনিক, ফরেস্ট গার্ড অসিত কুমার সরকার, বাগানমালীসহ আরো ৮জন বন কর্মকর্তা/কর্মচারী আহত হন। তন্মদ্ধে উল্লেখিত ৪জন বন কর্মকর্তা/কর্মচারী মারাত্মকভাবে আহত হওয়ায় কক্সবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তাদের অবস্থা এখনো আশংকা জনক।
এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণসহ মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। সরকারী সম্পদ রক্ষার্থে উচ্ছেদ অভিযানে অংশগ্রহণকারী কর্মকর্তা/কর্মচারীদের উপর হামলার ঘটনার পর-পরই জনাব মোঃ তহিদুল ইসলাম, বিভাগীয় বন কর্মকর্তা, কক্সবাজার উত্তর বন বিভাগ, জনাব প্রনয় চাকমা, উপজেলা নির্বাহী অফিসার, রামু, জনাব মোহাম্মদ সোহেল রানা, সহকারী বন সংরক্ষক, কক্সবাজার উত্তর বন বিভাগ ঘটনাস্থ পরিদর্শন করেন।