সংবাদ বিজ্ঞপ্ত:
বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ সাইমুম সরওয়ার কমল এমপি বলেছেন- প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ থেকে সম্প্রীতি রক্ষায় কাজ করে যাচ্ছি। আমরা অনেক বছর ধরেই সামাজিক দায়িত্ববোধ থেকে একে অন্যের ধর্মীয় উৎসবে অংশ নিয়ে আসছি।
প্রত্যেক ধর্মে কিছু কিছু খারাপ মানুষ আছে, মাঝে মাঝে তারা সম্প্রীতি বিনষ্ট করার অপচেষ্টা চালায়। তাদের ব্যাপারে সতর্ক থাকতে হবে। তিনি ধর্ম নিয়ে কাউকে বাড়াবাড়ি না করে সকলকে সম্প্রীতির বন্ধনে থেকে জননেত্রী শেখ হাসিনা ঘোষিত স্মার্ট বাংলাদেশ গঠনে এগিয়ে আসার আহবান জানান।
সোমবার (১৫ জুলাই) দুপুর ২ টায় রামু কেন্দ্রীয় কালি মন্দিরে অনুষ্ঠিত সনাতনী সম্প্রদায়ের শ্রী শ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব উদযাপন পরিষদের সভাপতি সজল ব্রাহ্মণ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রামু থানার অফিসার ইনচার্জ আবু তাহের দেওয়ান। এতে স্বাগত বক্তব্য রাখেন রামু উপজেলা পূজা উদযাপন পরিষদের সদস্য সচিব সুজন চক্রবর্তী। সভায় সনাতনী সম্প্রদায়ের স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
কক্সবাজার-৩(সদর-রামু-ঈদগাঁও) আসনের সংসদ সদস্য, জাতীয় সংসদের হুইপ সাইমুম সরওয়ার কমল বিকাল ৩ টায় রামু উপজেলার জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নতুন অফিস ভবন নির্মাণে ভিত্তি প্রস্তর উদ্বোধন করেন। এসময় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কক্সবাজার জেলার নির্বাহী প্রকৌশলী মো: মোস্তাফিজুর রহমান, রামু উপজেলা নির্বাহী অফিসার মো: রাশেদুল ইসলাম, রামু থানার অফিসার ইনচার্জ আবু তাহের দেওয়ান, উপজেলা প্রকৌশলী মঞ্জুর হাসান ভুইঁয়া, উপজেলা ভাইস চেয়ারম্যান মো: আব্দুল্লাহ সিকদার, রামু উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলের সহকারি প্রকৌশলী ক্যাছাই মং চাক, রাজারকুল ইউপি চেয়ারম্যান মফিজুর রহমান মফিজ, রামু প্রেস ক্লাবের সভাপতি নীতিশ বড়ুয়া, সাধারণ সম্পাদক সোয়েব সাঈদ প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
দুপুর ২ টায় জাতীয় সংসদের হুইপ সাইমুম সরওয়ার কমল এমপি রামু উপজেলা পরিষদের চেয়ারম্যান সিরাজুল ইসলাম ভুট্টোর মায়ের জানাযার নামাজে অংশ নেন এবং স্মৃতিচারণ করে মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের সমবেদনা জানান। এসময় মরহুমা মায়ের জন্য দোয়া কামনা করেন তাঁর সন্তান, রামু উপজেলা পরিষদের চেয়ারম্যান সিরাজুল ইসলাম ভুট্টো। জানাযায় ঈমামতি করেন মরহুমার সন্তান মাওলানা মুহাম্মদ শাহজাহান।