প্রেস বিজ্ঞপ্তি :
কক্সবাজারের রামুর উত্তর ফতেখাঁরকুলের ফারিকুল বিবেকারাম বৌদ্ধ বিহার কমপ্লেক্সে ৮ দিন ব্যাপী বিদর্শন ভাবনা কর্মশালার আয়োজন করা হয়েছে।
১৩ ডিসেম্বর শুক্রবার থেকে ২০ ডিসেম্বর পর্যন্ত এ কর্মশালা অনুষ্ঠিত হবে। ভাবনা পরিচালনা করবেন- বিপশ্যনা মেডিটেশন ফাউন্ডেশনের প্রতিষ্ঠা ও পরিচালক, উত্তর মিঠাছড়ি প্রজ্ঞামিত্র বনবিহারের অধ্যক্ষ, বিদশর্ন আচার্য ভদন্ত শীলমিত্র থেরো।
বিপশ্যনা মেডিটেশন ফাউন্ডেশন আয়োজিত ৮ দিন ব্যাপী ভাবনা কর্মশালায় ব্যবসায়ী, সরকারি বেসরকারি চাকরিজীবি, শিক্ষক সহ সকল শ্রেণী পেশার কর্মকর্তা ও স্কুল কলেজের ছাত্রছাত্রীদের অংশ গ্রহণ করার আহবান জানিয়েছেন পরিচালক শীলমিত্র থেরো। অংশগ্রহণকারিদের নিজেদের ঔষধ, ব্যবহার্য বিছানাপত্র সাথে আনতেও অনুরোধ করেছেন তিনি। রামুর ফারিকুল বিবেকারাম বৌদ্ধ বিহার কমপ্লেক্সে অনুষ্ঠিতব্য বিদর্শন ভাবনা কর্মশালায় অংশগ্রহনকারি ও ভাবনাকারিদের প্রাতরাশ, মধ্যাহ্ন ভোজন, বিকালের পানীয়, রাতের পানীয় দান করে মহৎ পূণ্যকাজে অংশ গ্রহনে আগ্রহীদের 01815552883 নাম্বারে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছেন আয়োজকরা।