বার্তা পরিবেশক।।
রামুর জোয়ারিয়ানালায় জমি নিয়ে বিরোধের জের ধরে নির্মাণাধিন ঘর ভাংচুরের অভিযোগ পাওয়া গেছে। এতে হামলায় ৩জন আহত হয়েছেন। ১৫ এপ্রিল, বৃহষ্পতিবার দুপুর ২টায় জোয়ারিয়ানালা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের নাদের পাড়া গ্রামে মৃত আহমদ কবিরের পুত্র রাশেদ কামালের বাড়িতে এ ভাংচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় রাশেদ কামাল ও তার ভাই শাহেদ কামাল এবং প্রতিবেশী আবদুল্লাহ হামলার শিকার হয়েছেন।
আহত সহোদর রাশেদ কামাল ও শাহেদ কামাল জানান, পাশর্^বর্তী মৃত মৌলভী নুরুল হকের পুত্র মোসাদ্দেক হোসেন তাদের বসত বাড়ি দখল করে বসত ঘর নির্মাণ করেছেন। অবিশষ্ট জমিতে এখন তিনি রান্নাঘর নির্মাণ করছেন। দুপক্ষের সীমানায় একটি গাছ পড়ায় বাড়ি রান্নাঘর নির্মাণে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছিলো। বিষয়টি স্থানীয় গ্রাম সর্দার রহমত উল্লাহকে তারা অবহিত করেন। সর্দার রহমত উল্লাহ মোসাদ্দেক হোসেনকে ডেকে বিষয়টি সমাধানের চেষ্টা চালান। কিন্তু মোসাদ্দেক গ্রাম সর্দারের কথার তোয়াক্কা না ঘরে মা জাহান আরা, বোন অপি করিমসহ বাড়ির অন্যান্য সদস্যদের ডেকে এনে নির্মাণাধিন রান্নাঘরের পাকা দেয়াল ভাংচুর করে। এসময় বাঁধা দিতে গিয়ে হামলার শিকার রাশেদ কামাল, শাহেদ কামাল ও প্রতিবেশী আবদুল্লাহ।
ঘটনার পর আহত রাশেদ, শাহেদ ও আবদুল্লাহ রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সেবা নেন। এ ব্যাপারে তারা আইনী ব্যবস্থা নেবেন বলে জানিয়েছেন।