রামু চাকমারকুল ইউনিয়ন বিএনপির সদ্য সাবেক সভাপতি, পূর্ব মোহাম্মদ পুরা নিবাসী, বিশিষ্ট ব্যবসায়ী শাহ আলম কোম্পানী গত জুমাবার (৮ নভেম্বর) রাত সাড়ে ৯ টায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে চট্টগ্রাম পার্কভিউ হাসপাতাল চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৫০ বছর। তিনি স্ত্রী ও ৩ ছেলেসহ বহু গুণগ্রাহী রেখে যান।
গত (৯ নভেম্বর) শনিবার বাদে যোহর নিজ বাড়ির প্রাঙ্গনে মরহুমের জানাযার নামায অনুষ্ঠিত হয়। জানাযার পূর্বে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, কক্সবাজার জেলা বিএনপির সহ-সভাপতি আলহাজ্ব রফিকুল হুদা চৌধুরী, রামু উপজেলা বিএনপির সভাপতি মোক্তার আহমদ, রাজারকুল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শহীদুল্লাহ সিকদার, কলঘর আবু বকর সিদ্দিক বালিকা মাদ্রাসার সুপার মওলানা শরিফুল হক, মাওলানা আবু তাহের, রামু ক্যন্টেনম্যান স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক আহমদ কামাল, পরিবারের পক্ষ থেকে ভাতিজা আব্দুল্লাহ,স্মৃতিচারণ অনুষ্ঠান পরিচালনা করেন, চাকমারকুল ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আহমদ ছৈয়দ ফরমান। এছাড়া উপস্থিত ছিলেন, কক্সবাজার পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবুল কাসেম, রামু উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল বশর বাবু, সাবেক সাধারণ সম্পাদক মেরাজ আহমদ চৌধুরী মাহিন, চাকমারকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম সিকদার, বিশিষ্ট ব্যবসায়ী গিয়াস উদ্দিন কোম্পানি, কক্সবাজার জেলা যুবদলের সহ-সভাপতি জাবেদ ইকবাল, সহ- সাংগঠনিক সম্পাদক মীর্জা নুরুল আবছার সহ বিভিন্ন স্তরের হাজার হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন। উক্ত নামাজে জানাজার ইমামতি করেন, তামিরুল উম্মাহ ইসলামীয়া দাখিল মাদ্রাসার সুপার মওলানা আরিফুল হক।