নিজস্ব প্রতিবেদক:
রামুতে গরু কিনে ফেরার পথে ডাকাতির চেষ্টা ও হামলায় এক তরুণ নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো ২ গরু ব্যবসায়ী।
রবিবার (২ জুন) দিবাগত রাত ১ টার দিকে গর্জনিয়া সড়কের ফরেস্ট অফিস এলাকায় এই হামলার ঘটনা ঘটে।
নিহত সালাউদ্দিন পারভেজ (১৮) রামুর কাউয়ারখোপ ইউনিয়নের ফুলনির চর এলাকার আব্দুর রহিমের ছেলে।
হামলায় আহত গরু ব্যবসায়ী আহমদ হোসেনের ছেলে জানান, তার ব্যবসায়ী বাবা আহমদ হোসেন সহ সাত আট জন গর্জনিয়া থেকে ২টি গরু কিনে ফিরছিলেন কলঘর বাজারে। তারা কাউয়ারখোপের ফরেস্ট অফিস এলাকায় পৌছাঁলে স্থানীয় যুবক জাহেদের নেতৃত্বে কয়েকজন যুবক গরু ২টি প্রথমে ছিনিয়ে নেয়। গরু ছিনিয়ে নেওয়ার ঘটনায় এলাকায় হৈ-হুল্লোড় ছড়িয়ে পড়লে উৎসুক জনতার সাথে যুগ দেয় আহমদ হোসেনের দূর সম্পর্কের শ্যালক সালাউদ্দিন পারভেজও। এক পর্যায়ে ঘটনাস্থল থেকে গরু দুটি উদ্ধার করে পারভেজ ও আহমদ হোসেন কলঘরের উদ্দেশ্যে রওনা হলে পেছন দিক থেকে অতর্কিত হামলা চালায় জাহেদ বাহিনী। আবার গরু দুটি ছিনিয়ে নিয়ে ধারলো দা আর ছুরিকাঘাত করলে গুরুতর আহয় হয় পারভেজ, আহমদ হোসেন ও একরাম।
ঘটনাস্থল থেকে স্থানীয়রা আহত তিনজনকে রামু স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক পারভেজকে মৃত ঘোষণা করে একরাম ও আহমদ হোসেনকে কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করে।
রামু থানার ওসি তদন্ত মো: ফরিদ বিষয়টি নিশ্চিত করে বলেন, গর্জনিয়া থেকে গরু ক্রয় করে নিয়ে আসার পথে গরুগুলো ছিনিয়ে নেয়ার চেষ্টা করে জাহেদসহ কয়েকজন যুবক। পরবর্তীতে সেগুলো উদ্ধার করতে গেলে জাহেদ সহ কয়েকজন যুবক উপর্যুপরি হামলা চালায়। এসময় চুরিকাঘাতে আহত তিনজনকে উদ্ধার করে রামু হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক একজনের মৃত্যুর খবর নিশ্চিত করে। বাকি গুরুত্বর আহতদের সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ বিষয়ে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।
নিহত পারভেজের মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে