মোঃ সাইদুজ্জামান সাঈদ।
কক্সবাজারের রামুর কচ্ছপিয়া ইউনিয়নের
অলিগলি, স্কুল,মাদ্রাসা মাঠসহ ইউপি পরিষদে উপকারভোগীদের মাঝে (নগদ ৪৫০টাকা) করে
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ ঈদ উপহার তুলে দিয়েছেন কচ্ছপিয়ার ইউপি চেয়ারম্যান আবু মোঃ ইসমাইল নোমান।
৫ মে (বুধবার)দুপুর থেকে কচ্ছপিয়া ১ নং ওয়ার্ড়, মাদ্রাসা মাঠ থেকে শুরু করে, দৌছড়ি ২ নং ওয়ার্ড় ও ৩ নং ওয়ার্ড়সহ পরিষদ মিলনায়তনে উক্ত উপহার বিতরণ করেন। এসময় ছাত্রলীগ নেতা আবদুল্লাহ নোমান বাপ্পী,সাইফুল মেম্বার, মহিলা মেম্বার সাবেকুন নাহার (সাবু), নুরুল আলম সিকদার মেম্বার,শ্রমিক নেতা হেলাল উদ্দিন,পরিষদ সচিব মিল্টন বিশ্বাসসহ অনেকে উপস্থিত ছিলেন। চেয়ারম্যান নোমান জানান,রামু কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরোওয়ার কমলের নির্দেশনায়, রামু উপজেলা নির্বাহী অফিসার প্রনয় চাকমার সার্বিক ব্যবস্থাপনায় এই পর্যন্ত প্রায় ৭ শতাধিক মানুষের মাঝে প্রধান মন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার পৌছে দেওয়া হয়েছে। দ্রুত বাকীদেরও উক্ত ঈদ উপহার পৌছে দেওয়া হবে জানান নোমান চেয়ারম্যান।