শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
অনিয়ম ও দুর্নীতির ঊর্ধ্বে থেকে পরিচ্ছন্ন কক্সবাজার গড়তে সহযোগিতা চাইলেন নবাগত জেলা প্রশাসক চলছে যৌথ বাহিনীর অভিযান:১৩দিনে ১৫৫ অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ৭২ ভারতের কাছে হারানো ২০০ একর জমি ফেরত পাচ্ছে বাংলাদেশ মাতারবাড়ীতে বর্ণাঢ্য আয়োজনে পালিত পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে জশনে জুলুছ ফাসিঁয়াখালীতে ১০কেজি ওজনের অজগর সাপ উদ্ধার কক্সবাজার প্রেস ক্লাবের উদ্যোগে পবিত্র মাহফিলে মিলাদুন্নবী (স:) উদযাপন রেকর্ড বৃষ্টিতে কক্সবাজার প্লাবিত, পাহাড় ধ্বসে উখিয়া রোহিঙ্গা ক্যাম্প ও কক্সবাজার সদরে ৬ জনের মৃত্যু সাধারণ মানুষকে পুলিশ হয়রানি করলে আমি তাকে হয়রানি করবো- কক্সবাজারের নবাগত পুলিশ সুপার উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে এক শিশু ছাত্রের শ্লীলতাহানির অভিযোগে এক মাদ্রাসা শিক্ষক আটক কুতুবদিয়ায় এক ডাকাত আটক

রামুতে মহিলা মেম্বারদের মাধ্যমে শীতার্তদের মাঝে এমপি কমলের কম্বল বিতরণ

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২২
  • ১৩৮ বার পঠিত

রামু প্রতিনিধি:

রামু উপজেলার ১১ ইউনিয়নের সংরক্ষিত মহিলা মেম্বারদের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছেন আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল এমপি। শনিবার (১৯ ফেব্রæয়ারি) সকালে কক্সবাজারের রামুর ওসমান ভবন প্রাঙ্গনে এসব কম্বল বিতরণ করা হয়।
কম্বল বিতরণকালে কক্সবাজার-৩ (সদর-রামু-ঈদগাঁও) আসনের সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আছে বলেই দেশের সাধারণ মানুষ শীতে কষ্ট পায়না। দেশে এখন আর খাদ্য ঘাটতি নাই, বাংলাদেশ এখন খাদ্য রপ্তানি করে। শেখ হাসিনার সময়ে দেশের প্রত্যন্ত এলাকার রাস্তাঘাট ও অবকাঠামোগত যে উন্নয়ন হচ্ছে ১৯৭৫ পরবতী কোন সরকার তা করতে পারেনি। তিনি বলেন, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ উনয়নশীল রাষ্ট্র। উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় তৃণমূলের জনপ্রতিনিধিদের ভূমিকা অপরিসীম। নিজ নিজ এলাকাকে উন্নয়নের মাধ্যমে সাজাতে সকল প্রকার সহযোগীতার আশ্বাস দিয়ে সাইমুম সরওয়ার কমল এমপি সকলকে শেখ হাসিনার পক্ষে থেকে ধন্যবাদ জানান এবং আগামীতেও শেখ হাসিনার পক্ষে থাকার আহবান জানান।
কম্বল বিতরণকালে কক্সবাজার জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক মুসরাত জাহান মুন্নি, স্বেচ্ছাসেবক লীগ নেতা, এমপি কমলের একান্ত সচিব মিজানুর রহমান মিজান, রামু উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সম্পাদক আবু বক্কর ছিদ্দিক, বঙ্গবন্ধু ছাত্র পরিষদ রামু উপজেলার সভাপতি, এমপি কমলের ব্যক্তিগত সহকারী একরামুল হাছান ইয়াছিন প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল এমপি কক্সবাজার সদর উপজেলার ভারুয়াখালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম আবু শামা’র কবর জিয়ারত করেন এবং কুলখানিতে অংশ নেন। বিকালে রামু স্বপ্নপূরী কমিউনিটি সেন্টারে এক সামাজিক অনুষ্ঠানে অংশ গ্রহন এবং রামু জোয়ারিয়ানালা ইউনিয়নের উত্তর মিঠাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল এমপি মিনিবার গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ও ট্রফি বিতরণ করেন।
স্থানীয় আওয়ামী লীগ নেতা, সাবেক মেম্বার নুরুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জোয়ারিয়ানালা ইউপি চেয়ারম্যান কামাল শামসুদ্দিন প্রিন্স, জোয়ারিয়ানালা ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি আবছার কামাল সিকদার, জোয়ারিয়ানালা ইউপির সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফরিদ বক্ত বাবুল, রামু স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক তপন মল্লিক, যুবলীগ সাধারণ সম্পাদক নীতিশ বড়ুয়া, উত্তর মিঠাছড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিচালনা পরিচালনা কমিটির সভাপতি শরীফুল আলম চৌং, প্রধান শিক্ষক ফখর উদ্দিন টিটু, যুবনেতা ছুরুত আলম, স্থানীয় মেম্বার মঈন উদ্দিন।
আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল এমপি মিনিবার ফুটবল টুর্ণামেন্ট শান্তিপূর্ণ ও সফল ভাবে সম্পন্ন হওয়ায় টুর্ণামেন্ট কমিটির সভাপতি রবিউল ইসলাম চৌধুরী ও সাধারণ সম্পাদক ইনজামাম আহমদ রামিম টুর্ণামেন্টে অংশ গ্রহনকারি সকল টিম, পরিচালনা কমিটির সদস্যসহ ক্রীড়ামোদি দর্শকদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
সন্ধ্যা সাত টায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস অমর একুশ যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষে রামু উপজেলার বাংলাদেশ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সভাপতি-সাধারণ সম্পাদকসহ নেতৃবৃন্দের সাথে এক প্রস্তুতি সভায় মিলিত হন আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল এমপি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed By Bangla Webs