নিজস্ব প্রতিবেদক :
রামু খুনিয়াপালং এর ধুয়াপালং এলাকায় ফসলি জমির মাটি কেটে ব্যবহার হচ্ছে ইটভাটায়। ফলে নষ্ট হচ্ছে পরিবেশ তেমনিভাবে ফসলি জমি হারাচ্ছে তার উর্বরতা।
কক্সবাজার রামুর খুনিয়াপালং ইউনিয়নের ধুয়াপালং রেঞ্জ অফিসের পশ্চিম পাশের এলাকার ফসলি জমির মাটি কেটে ৫০ টির অধিক ডাম্পার দিয়ে মাটি নিয়ে যাওয়া হচ্ছে ইটভাটায়।
যে জমি গুলোতে প্রতি বছর চাষ করে আড়ি আড়ি ধান উৎপাদন হতো আজ সে জমি গুলোতে দেখা নেই কোন সবুজের চিহ্ন, হচ্ছে না কোন চাষ। গত দুই বছর আগে থেকে মাটি কাটা শুরু হয়ে এখনো পর্যন্ত মাটি কাটা শেষের কোন নাম নেই।
স্থানীয়দের অভিযোগ এভাবে চলতে থাকলে অল্প কিছু দিনের মধ্যে এই এলাকার চাষযোগ্য আর কোন জমি থাকবে না।এলাকার কয়েকজন জমির মালিক টাকার লোভে পড়ে তাদের নিজের জমিতে মাটি কাটতে দেয়ায় জমির উর্বরতা হারাচ্ছে এবং পাশের জমি গুলো হারাচ্ছে ফসল উৎপাদনের ক্ষমতা।পরিবেশ নষ্ট করে ফসলি জমি থেকে ইটভাটায় মাটি বিক্রি করছে মালেক কোম্পানি নামক এক ব্যক্তি।
এই বিষয়ে দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকার সচেতন মহল ও ক্ষতিগ্রস্ত জমির মালিক সহ এলাকার সর্বসাধারণ।