বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪, ০১:২৫ অপরাহ্ন
শিরোনাম :
চলছে যৌথ বাহিনীর অভিযান:১৩দিনে ১৫৫ অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ৭২ ভারতের কাছে হারানো ২০০ একর জমি ফেরত পাচ্ছে বাংলাদেশ মাতারবাড়ীতে বর্ণাঢ্য আয়োজনে পালিত পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে জশনে জুলুছ ফাসিঁয়াখালীতে ১০কেজি ওজনের অজগর সাপ উদ্ধার কক্সবাজার প্রেস ক্লাবের উদ্যোগে পবিত্র মাহফিলে মিলাদুন্নবী (স:) উদযাপন রেকর্ড বৃষ্টিতে কক্সবাজার প্লাবিত, পাহাড় ধ্বসে উখিয়া রোহিঙ্গা ক্যাম্প ও কক্সবাজার সদরে ৬ জনের মৃত্যু সাধারণ মানুষকে পুলিশ হয়রানি করলে আমি তাকে হয়রানি করবো- কক্সবাজারের নবাগত পুলিশ সুপার উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে এক শিশু ছাত্রের শ্লীলতাহানির অভিযোগে এক মাদ্রাসা শিক্ষক আটক কুতুবদিয়ায় এক ডাকাত আটক চকরিয়া উপজেলার প্রশাসনের জায়গা দখলে নিল আদালত ভবনের কর্মচারী ও আইনজীবিরাঃহেনস্তা হলো সাংবাদিক

রামুতে জাগো নারী উন্নয়ন সংস্থার আলোচনা সভায় করোনাকালে বাল্যবিবাহ বৃদ্ধিতে উদ্বেগ প্রকাশ

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বুধবার, ২৬ মে, ২০২১
  • ২৩৬ বার পঠিত

প্রেস বিজ্ঞপ্তি
‘শিক্ষা প্রতিষ্ঠান দীর্ঘসময় বন্ধ থাকা, অভিভাবকদের অসচেতনতা সহ নানা কারনে করোনা পরিস্থিতিতে সর্বত্র বাল্যবিবাহ বৃদ্ধি পেয়েছে। বাল্যবিবাহ নিরসনে নারীদের শিক্ষার সুযোগ এবং তাদের অর্থনৈতিক সক্ষমতা নিশ্চিত করতে হবে। পাশাপাশি অভিভাবকদের সচেতনতা বৃদ্ধি করতে বিভিন্ন ধরণের সচেতনতামূলক পদক্ষেপ নিতে হবে’।
রামুতে জাগো নারী উন্নয়ন সংস্থার উদ্যোগে করোনাকালীন সময়ে বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। মঙ্গলবার (২৫ মে) সকালে রামু সরকারি কলেজ সংলগ্ন জাগো নারী উন্নয়ন সংস্থার কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন- রামু সরকারি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) আবদুল হক।
সভায় জাগো নারী উন্নয়ন সংস্থার চারজন তরুণ নারী স্বেচ্ছাসেবী করোনাকালীন সময়ে বাল্যবিবাহের সার্বিক পরিস্থিতি তুলে ধরেন। তারা শিক্ষা প্রতিষ্ঠান দীর্ঘ দিন বন্ধ থাকায় বাল্যবিবাহ আরে বৃদ্ধির আশংকা প্রকাশ করেন এবং এই বিষয়ে আমন্ত্রিত অতিথিদের মূল্যবান মতামত গ্রহণ করেন। এসব তরুণ নারী স্বেচ্ছাসেবীরা বিগত কয়েক বছর ধরে জাগো নারী উন্নয়ন সংস্থার (জেনাস) সাথে নারী উন্নয়নের বিভিন্ন কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে যাচ্ছেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, রামু উপজেলা পল্লী উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান ইউনূস রানা চৌধুরী, রামু প্রেস ক্লাবের সাবেক সভাপতি নুরুল ইসলাম সেলিম, কাউয়ারখোপ ইউনিয়ন পরিষদের মেম্বার ডা. নেবু রানী শর্মা, ফতেখারকুল ইউনিয়ন পরিষদের সদস্য আবুল বশর, শিক্ষিকা নিরুপমা বড়–য়া, সাংবাদিক সোয়েব সাঈদ প্রমূখ।
সামাজিক দূরত্ব এবং স্বাস্থ্যবিধি মেনে আয়োজিত এ অনুষ্ঠানে অতিথি ও অংশগ্রহনকারিরা করোনা পরিস্থিতিতে বাল্যবিবাহ নিরসনে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। এতে জাগো নারী উন্নয়ন সংস্থার কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed By Bangla Webs