সংবাদ বিজ্ঞপ্তি:
রামু উপজেলার জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নতুন অফিস ভবন নির্মাণে ভিত্তি প্রস্তর স্থাপন করেছেন- জাতীয় সংসদের হুইপ ও কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল। সোমবার, ১৫ জুলাই বিকাল ৩ টায় রামু উপজেলার জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নিজস্ব জমিতে এ ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠিত হয়।
এসময় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কক্সবাজার জেলার নির্বাহী প্রকৌশলী মো: মোস্তাফিজুর রহমান, রামু উপজেলা নির্বাহী অফিসার মো: রাশেদুল ইসলাম, রামু থানার অফিসার ইনচার্জ আবু তাহের দেওয়ান, উপজেলা ভাইস চেয়ারম্যান মো: আব্দুল্লাহ সিকদার, মহিলা ভাইস চেয়ারম্যান মুসরাত জাহান মুন্নী, উপজেলা প্রকৌশলী মঞ্জুর হাসান ভুইঁয়া, রামু উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলের সহকারি প্রকৌশলী ক্যাছাই মং চাক, রাজারকুল ইউপি চেয়ারম্যান মফিজুর রহমান মফিজ, রামু প্রেস ক্লাবের সভাপতি নীতিশ বড়ুয়া, সাধারণ সম্পাদক সোয়েব সাঈদ, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের ঠিকাদার, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য মোহাম্মদ বোখারী আজম উপস্থিত ছিলেন। ভিত্তিপ্রস্তর স্থাপনকালে মোনাজাত পরিচালনা করেন- উপজেলা পরিষদ জামে মসজিদের খতিব মাওলানা নুরুল হাকিম। এসময় উপজেলা প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারিবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
রামু উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী ক্যাছাই মং চাক জানিয়েছেন- ওয়ার্ল্ড ব্যাংকের সহায়তায় ইএমসিআরপি প্রকল্পের আওতায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, কক্সবাজারের বাস্তবায়নে দ্বিতল নতুল অফিস ভবনের নির্মান কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। এ ভবন নির্মাণে ব্যয় ধরা হয়েছে ৯৩ লাখ ৬৬ হাজার টাকা। আগামী ১ বছরের মধ্যে এটির নির্মাণ কাজ শেষ হওয়ার কথা রয়েছে।