বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪, ০৭:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
মহেশখালীতে নবাগত ইউএনও সাথে সাংবাদিকদের সৌজন্য সাক্ষাত ও মতবিনিময় কক্সবাজার পৌর, সদর ও রামু উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত, নতুন আহ্বায়ক কমিটি গঠন মহেশখালীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ চকরিয়ায় হাইব্রীড ধান ও উফশী সার পেয়ে খুশিতে উৎফুল্ল উপকারভোগী কৃষকেরা চকরিয়ায় উপজেলা কৃষকদলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি এখন কক্সবাজারে। নাফ নদে সতর্কতা জারি করে মাইকিং মহেশখালীতে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালন  জয় কারাতে একাডেমির কমিটি সংস্কার: দায়িত্বে মুকুল, আবছার, জয়দেব শীর্ষ ৬ দালালের নিয়ন্ত্রণে কক্সবাজারের পতিতা ব্যবসা

যুগান্তরের সাংবাদিক আবুল কাশেম কে সন্ত্রাসী হামলার প্রতিবাদে টেকনাফে মানব বন্ধন

নুরুল হোসাইন,টেকনাফ
  • আপডেট টাইম : বুধবার, ২০ নভেম্বর, ২০২৪
  • ১৪ বার পঠিত

নুরুল হোসাইন, টেকনাফ:

জাতীয় দৈনিক যুগান্তর পত্রিকার কক্সবাজারের ভ্রাম্যমাণ প্রতিনিধি আবুল কাশের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টেকনাফে সাংবাদিক  ও নাগরিক সমাজের পক্ষ থেকে মানব বন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

 

২০ নভেম্বর বুধবার দুপুরে টেকনাফ পৌর শহরের ঝর্না চত্বর সংলগ্ন মসজিদের সামনে এ মানব বন্ধন অনুষ্ঠিত হয়। যুগান্তরের টেকনাফ প্রতিনিধি নাছির উদ্দীন রাজের পরিচালনায় অনুষ্ঠিত মানব বন্ধনে বক্তব্য রাখেন,টেকনাফ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি আবুল কালাম আজাদ,টেকনাফ উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও জাতীয় সাংবাদিক সংস্থার টেকনাফ কমিটির সভাপতি নুরুল হোসাইন, আমার সংবাদ প্রতিনিধি নুর হাকিম আনোয়ার, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক ও যায়যায়দিন প্রতিনিধি আরাফাত সানি,জাতীয় সাংবাদিক সংস্থা টেকনাফ কমিটির যুগ্ম সম্পাদক ও  বাংলাদেশ সমাচারের বিশেষ প্রতিনিধি মোঃ শহীদুল্লাহ, বাংলাদেশ বুলেটিনের প্রতিনিধি সাইফুল ইসলাম।

উপস্থিত ছিলেন,টেকনাফ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আজিজ উল্লাহ, টেকনাফ উপজেলা প্রেসক্লাবের তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক জসিম উদ্দিন ইমন, আনন্দ টিভি ও ভোরের কাগজের প্রতিনিধি  শহিদুল্লাহ,নাফ রেডিওর প্রতিনিধি আব্দুল আজিজ, মানবাধিকার প্রতিদিনের প্রতিনিধি ছৈয়দ আলম,দৈনিক আজকালের খবরের প্রতিনিধি ফারুকুর রহমান, দৈনিক  আমার বার্তার প্রতিনিধি মোহাম্মদ তোফাইল।

 

এ সময় উপস্থিত বক্তারা বলেন, বর্মাইয়া ওসামার ফাঁকা গুলি থেকে বেঁচে গেলেন সাংবাদিক আবুল কাশেম। সীমান্ত উপজেলা টেকনাফে হঠাৎ করে চিহ্নিত মাদক, মানব পাচার ও অস্ত্র অপরাধ প্রবণতা বৃদ্ধি পেয়েছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি হচ্ছে। এদিকে সাংবাদিকরা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করিলে  অপরাধীরা সঙ্ঘবদ্ধ হয়ে সাংবাদিকদের হামলা চালাচ্ছে।

মানববন্ধনে বক্তারা আরো বলেন,তিনি বাম হাতে আঘাত পেয়েছেন। তার চিৎকারে লোকজন ছুটে এলে সন্ত্রাসীরা ফাঁকা গুলি ছুড়ে পালিয়ে যায়।

ওই সব হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। দ্রুত সময়ের মধ্যে তাদের গ্রেপ্তার করা না হলে আরও বৃহৎ কর্মসূচির হুঁশিয়ারি দেন সাংবাদিক নেতারা।

উল্লেখ্য, সোমবার (১৮ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক সাড়ে ১২টারদিকে উপজেলার ঝিমংখালী এলাকায় এই ঘটনা ঘটে। উপজেলার ঝিমংখালী এলাকার বাসিন্দা মুহাম্মদ হোছনের ছেলে ডজন খানেক মামলার আসামি ওসামা প্রকাশ বর্মাইয়া ওসামা ও ইউসুছ,আব্দুল্লাহসহ অজ্ঞাত ১০/১২ জনের সশস্ত্র সন্ত্রাসীরা এ হামলা চালায়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed By Bangla Webs