মোঃ ওসমান গনি।
কক্সবাজার সদরের বিভিন্ন স্থানে চলছে ধান কাঁটার মহা উৎসব। মৌসুম শেষে মাঠ ভরা সোনালি ধানে খুশিতে মগ্ন কৃষকেরা। এ বছর আবহাওয়া অনুকূলে থাকায় ধানের ফলনও হয়েছে ফলপ্রসূ ভাবে।
ধানের ফলনের পাশাপাশি দামেও সেরা এবছরের আবাদি ধান।
রমজানকে উপেক্ষা করে আলমডাঙ্গায় শুরু হয়ে ধান কাটার মহা উৎসব। সূর্য লগ্ন থেকে শুরু করে সূর্যস্নান অবধি ধান কাটা ও ঝাড়ার কাজে ব্যস্ত সম পার করে উপজেলার কৃষকেরা।
এ বছর আবহাওয়া অনুকূলে থাকায় ফসল বাম্পার ফলন হয়েছে বলে জানান কৃষকরা।
করোনার মহামারি কারণে মানুষ গৃহবন্দী হওয়াতে মিলছে না ধান কাটার শ্রমিক। প্রতি বছরের চেয়ে এই বছরে শ্রমিকের দাম দুই গুন বৃদ্ধি পেয়েছে। যার কারণে গরীব অসহায় মানুষ গুলোর পক্ষে ধান কেটে মারাই করে ঘুলায় তুলা কষ্টকর হয়েছে বলে জানান কৃষক আমির হোসেন। কৃষক ফিরোজ উদ্দিন বলেন, আমি একজন হতদরিদ্র ব্যক্তি ধান কেটে বাড়িতে আনতে পারছি না একজন শ্রমিক এর মূল্য ৮০০/৯০০ টাকা এত টাকা কোথায় থেকে পাবো তাই পাকা ধান জমিনে রইয়ে গেলো।