স্টাফ রিপোর্টার,কক্সবাজার:
কক্সবাজারের চকরিয়ায় মোটরসাইকেলের ইঞ্জিনেরের ভিতর থেকে ৪হাজার ৮শত ইয়াবা উদ্ধার।এসময় পাচারকারী মোঃ করিম (২৪) কে আটক করেন থানা পুলিশ।
গত রবিবার (১৪ এপ্রিল) বিকেল ৫টা ৩০ মিনিটের সময় থানার পশ্চিমে বাটাখালী ব্রীজের উপর থাকে আটক করা হয়।
আটক-মোঃ করিম (২৪) টেকনাফের হৃীলা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের জাজিমোরা এলাকার মৃত আলী আহমদের ছেলে।
ইয়াবা উদ্ধারের সত্যতা নিশ্চিত করে চকরিয়া থানার অফিসার ইনর্চাজ(ওসি) শেখ মোঃ আলী জানান,গোপন সংবাদের ভিত্তিতে অবগত হয় যে,একজন লোক মোটরসাইকেল করে ইয়াবা নিয়ে পেকুয়ার দিকে যাওয়ার উদ্দেশ্য রওনা করেন।তারপর সহকারী পুলিশ সুপার (চকরিয়া সার্কেল) স্যারের নির্দেশে বাটাখালী ব্রীজের উপর অস্হায়ী চেকপোস্ট স্হাপন করি।পরে লোকটি শেষ বিকের দিকে ব্রীজের উপর পৌঁছালে,তাকে সিগনাল দিয়ে থামালে,সে গাড়ী থামিয়ে পালানোর চেষ্টা করে।তখন তাকে আটক করি।পরে তাকে জিজ্ঞেসাবাদ করি,তার কথা মতে মোটরসাইকেলের ইঞ্জিনেরের ভিতরে ২৪টি পলিজিপার প্যাকেট করে ৪হাজার ৮শত ইয়াবা রয়েছে।তা উদ্ধার করতে সক্ষম হয়।আটক মোঃ করিম জানান,সে ইয়াবাগুলো নিয়ে পেকুয়ার মগনামা এলাকায় দিতে যাচ্ছেন বলে স্বীকার করেছেন।
আটককৃত মোঃ করিম এর বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা রুজু করা হয়েছে বলে জানান এ কর্মকর্তা।