সংবাদদাতাঃ
কক্সবাজার মেরিন ড্রাইভ সড়কে ডগ চার্লি কর্তৃক তল্লাশী চালিয়ে ৯৫ গ্রাম ক্রিষ্টাল মেথ (আইসসহ) এক মাদক কারবারীকে আটক করেছে কক্সবাজার ব্যাটালিয়ন সদস্যরা বিজিবি-৩৪)। রবিবার ( ৫ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে মেরিন ড্রাইভ সড়কে রেজুখাল ব্রিজ সংলগ্ন বিজিবির চেকপোষ্টে একটি ইজি বাইক তল্লাশী করে এ মাদক কারবারীকে আটক করা হয়। কক্সবাজার ব্যাটালিয়ন (বিজিবি-৩৪) অধিনায়ক আলী হায়দার আমজাদ আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান, বিজিবি ডগ স্কোয়াডের ডগ চার্লি দ্বারা একটি ইজি বাইক পুঙ্খানুপুঙ্খভাবে তল্লাশী করার এক পর্যায়ে ইজি বাইকের পিছনের যাত্রী সিটের পাশে অতিকৌশলে লুকায়িত অবস্থায় টেপ দ্বারা মোড়ানো ৯৫ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস) উদ্ধার করা হয়। আটককৃত মোঃ সালাম (১৯) টেকনাফ পুরাতন পল্লান পাড়া এলাকার মোঃ ইউনুসের ছেলে। তিনি আরো জানান,উদ্ধারকৃত ক্রিস্টাল মেথ (আইস) এর আনুমানিক মূল্য ৯ লক্ষ ৫০ হাজার টাকা। এ ব্যাপারে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।