শেফাইল উদ্দিন।
কক্সবাজারের নবগঠিত ঈদগাঁও উপজেলা পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন প্রথমবারের মতো উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। শেষে কাউন্সিল অধিবেশনে তিনটি প্যানেলের মধ্যে মৃণাল ও জিকু প্যানেল বিপুল ভোটে জয়লাভ করে। সভাপতি পদে মৃণাল আচার্য পেয়েছেন ২৬ ভোট। একই প্যানেল থেকে সমান ভোট পেয়ে সাধারণ সম্পাদক পদে জয়লাভ করেছেন জিকু দাশ (সুব্রত)। ১৭ সেপ্টেম্বর শুক্রবার জেলা পূজা উদযাপন পরিষদের কার্যালয় লালদিঘির পাড়সথ ব্রাহ্ম মন্দিরে বিকাল ৪ টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত এ নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে মোট কাউন্সিলর সংখ্যা ছিলেন ৪৬ জন। জেলা পূজা উদযাপন পরিষদের তত্ত্বাবধানে অনুষ্ঠিত এ নির্বাচন পরিচালনা কমিটির প্রধান ছিলেন জেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি রতন দাশ। কাউন্সিল অধিবেশনে উপস্থিত ছিলেন নির্বাচন পরিচালনা কমিটির সদস্য, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক ও হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি বাবলু শর্মা, জেলা শাখার সহ-সভাপতি ও সাবেক কমিশনার উদয় শংকর পাল মিঠু, জেলা সাংগঠনিক সম্পাদক স্বরূপম পাল পাঞ্জু, কক্সবাজার পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি বেন্টু দাশ সহ জেলা পূজা উদযাপন পরিষদের অন্য নেতৃবৃন্দ। বিকাশ- জনি প্যানেল থেকে সভাপতি পদে বিকাশ কান্তি দে ও সাধারণ সম্পাদক পদে জনি পাল ১৬ ভোট করে পান। অন্যদিকে চন্ডী ও সুমন প্যানেল থেকে সভাপতি পদে চন্ডী আচার্য ও সাধারণ সম্পাদক পদে সুমন চৌধুরী ৪ ভোট করে পান। ঈদগাঁও উপজেলার আওতাধীন ঈদগাঁও, ইসলামাবাদ, জালালাবাদ ও পোকখালী ইউনিয়ন থেকে ১০ জন করে মোট ৪০ জন এবং ঈদগাঁও উপজেলা পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক কমিটি থেকে ৬ জন সহ মোট ৪৬ জন এ নির্বাচনে ভোটার ছিলেন। নির্বাচিতরা জানান, ৫১ সদস্য বিশিষ্ট উপজেলার পূর্ণাঙ্গ কমিটি শীঘ্রই গঠন করা হবে। রাতে ঈদগাঁও বাজারে নির্বাচিতদের ফুল দিয়ে বরণ করে নেন শুভাকাঙ্ক্ষী, সমর্থক ও ভোটাররা। এ নির্বাচনকে কেন্দ্র করে ভোটারদের মাঝে বেশ কয়েকদিন যাবৎ উৎসাহ- উদ্দীপনা পরিলক্ষিত হয়েছিল।