চকরিয়া প্রতিনিধিঃ
চকরিয়ার সীমানাবর্তী পার্বত্য লামায় যাত্রীবাহি বাস ও মালবাহি কার্গো গাড়ির মুখোমুখি সংঘর্ষে নারী ও শিশুসহ ৩৫জন আহত হয়।এসময় ১জন নিহত হয়েছে।তবে যাত্রীবাহি বাসে ৪৯জন যাত্রী ছিল।র্দুঘটনার পর প্রায় তিন ঘন্টা পর্যন্ত যানচলাচল বন্ধ ছিল। বুধবার (৬ অক্টোবর ) সকাল ১০ ঘটিকার সময় চকরিয়া-আলীকদম মহাসড়কের মিরিঞ্জা মাদানীনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের টিম,লামা থানার পুলিশ দ্রুত ঘটনাস্হলে গিয়ে স্হানীয় দের সহযোগিতায় আহতদের উদ্ধার।পরে আহত সকলকে লামা ও চকরিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য পাঠানো হয়।তবে আহতরা সবাই বাসের যাত্রী বলে জানা গেছে । ঘটনার সাথে-সাথে কার্গো গাড়ির হেলপার ও চালক পালিয়ে যায়। ঘটনায় নিহত আনোয়ার হোসেন যাত্রীবাহি বাসগাড়ির ড্রাইভার।আহত অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।নিহত আনোয়ার ড্রাইভারের বাড়ী চকরিয়া বলে জানা যায়। আহতরা হলেন, বাসের হেলপার মোঃ বেলাল(২৫),পাখি বালা(৭১) মোহছেনা বেগম (৪১), আকিব (১০), ইমু (৬), জাহানারা বেগম (৪৭), মেরি আক্তার(৪৪), জহর লাল(৫৭), মোঃ সোহেল(৩০), রাজশ্রী দে(২), আনোয়ার হোসেন(৫১)জোৎস্না দে(২১), শুভশ্রী(১০), রূপম চাকমা(২), নুরুল আলম(৩০), হাসনা বালা(৬৩), মনু আলম(৩৪), তপন(৩৫), সরওয়ার(৫৫),মোঃ রফিক (৩০), সরওয়ার(২৬), মোঃ সাহেদ(৬৫), শিব সংকর (৩৭), জেসি মার্মা(২২), আবুল হোসেন(৫৫) সহ আরো অনেক অজ্ঞাত আছে। লামা থানার ওসি (তদন্ত) মোঃ আলমগীর বলেন,র্দুঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করি।উদ্ধার কাজে উপজেলার ফায়ার সার্ভিসের একটি টিম সহ স্হানীয়রা সহযোগিতা করেছেন।পরে পৌরসভার মেয়র ঘটনাস্থলে দেখতে গিয়েছিলেন।তবে আহতদের মধ্যে বাসের ড্রাইভার চিকিৎসাধিন অবস্হায় মারা গেছে শুনেছি।র্দুঘটনা কবলিত গাড়ী দুইটি জব্দ করা হয়েছে।