রিয়াজ উদ্দিন:
“কক্সবাজার শহরের পান বাজার সড়কে সড়ক বাতি নিভিয়ে পুলিশ প্রহরায় আন্দোলনকারী ছাত্রদেরকে লাইসেন্সকৃত বন্দুক হইয়া গুলি করা হয়েছে” শিরোনামে পি এম খালী ইউপি চেয়ারম্যানের নাম উল্লেখ করে প্রকাশিত মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে পি এম খালী ইউপি চেয়ারম্যান মো. আবদুল্লাহ সংবাদ সম্মেলন করেছেন।
মঙ্গলবার (৩রা সেপ্টেম্বর) রাতে কক্সবাজার শহরের হোটেল সী কক্স এর কনফারেন্স হলে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে মোঃ আবদুল্লাহ বলেন, আমি স্থানীয় পি.এম.খালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হই। বিগত ২০২১ইং সনে আমি স্বতন্ত্র প্রার্থী হিসাবে আওয়ামীলীগ মনোনীত প্রার্থীর বিরুদ্ধে বিপুল ভোটের ব্যবধানে চেয়ারম্যান নির্বাচিত হই। আমি একজন ঠিকাদার/ব্যবসায়ী। ব্যক্তিগতভাবে আমি কোন রাজনৈতিক দলের সহিত সম্পৃক্ত নই। উল্লেখ্য যে, বিগত প্রায় দু’বছর পূর্বে আমার পরিষদে অনুষ্ঠিত একটি পারিবারিক শালিস বিচারে দক্ষিণ রুমালিয়ারছড়া চেয়ারম্যান ঘাটা, ৭নং ওয়ার্ডের আবুল কালামের পুত্র মহিউদ্দিন মাহী(৩২) নিজেকে সাংবাদিক পরিচয়ে একটি পক্ষের সাথে উক্ত শালিস বিচারে আসিয়া নিরপেক্ষ কোন কথা না বলিয়া একপক্ষীয় আচরণ করিলে আমি তাহাকে নিরপেক্ষ আচরণ করার কথা বলায় সে আমার প্রতি ক্ষুদ্ধ হইয়া প্রতিনিয়ত আমাকে বিভিন্নভাবে নাজেহাল করাসহ আমার মানহানি করার অপচেষ্টায় লিপ্ত রহিয়াছে। আমার ব্যক্তিগত নিরাপত্তার স্বার্থে নিজ নামে একটি লাইসেন্সকৃত বন্দুক রয়েছে (যাহার শর্টগান নং—৬৩২৮১৭, লাইসেন্স নং—০৮/২০১৬) এবং অনুমোদিত ৬০টি কার্তুজ যাহা গত ২৫/০৮/২০২৪ইং তারিখে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশক্রমে আগ্নেয়াস্ত্র সংশ্লিষ্ট থানায় জমা দেওয়ার বিজ্ঞপ্তি প্রকাশিত হওয়ায় পর কক্সবাজার সদর মডেল থানার জিডি নং—৭০, তারিখ—০১/০৯/২০২৪ইং মূলে থানায় জমা প্রদান করি। ঘটনার দিন ০৩/০৯/২০২৪ইং তারিখ সকাল অনুমান ১০.০০ ঘটিকার সময় আমি ঘটনাস্থল কক্সবাজার সদর থানাধীন পি.এম.খালী ইউনিয়নের পরানিয়া পাড়া এলাকাস্থ পি.এম.খালী ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে রাস্তার উপর অবস্থানকালে আমার শুভাকাঙ্খী লোকজন সূত্রে জানিতে পারি যে, উপরোল্লিখিত পরিচালিত ও ব্যবহৃত CB24 News, যাহার লিংক—https://www.facebook.com/share/v/jqPHMj7hk7k2oUWU/?mibexid=oFDknk নামীয় একটি ফেসবুক ফেইজ থেকে একটি ভিডিও আপলোড করা হয়। উক্ত ভিডিও’র সংলাপের একাংশে মহিউদ্দিন মাহি তাহার নিজ কন্ঠে বলে যে, বিগত ১৮ জুলাই’ ২৪ইং তারিখ কক্সবাজার শহরের পান বাজার সড়কে সড়ক বাতি নিভিয়ে পুলিশ প্রহরায় আন্দোলনকারী ছাত্রদেরকে আমার নামীয় লাইসেন্সকৃত বন্দুক হই’ গুলি করা হয়েছে এবং উক্ত ভিডিওতে আমার নিজ ছবি, নাম ও বন্দুক নম্বর প্রকাশ করে। উক্ত আপলোডকৃত ভিডিওর পোস্টটিতে বিবাদী তাহার নিজ ন ফেসবুক আইডি Mohiuddin Mahi, যাহার লিংক: https://www.facebook.com/mohi.uddinmahi.com?mibextid=ZbWKWL হইতেও লাইক, কমেন্টস, শেয়ার করা হয়। যাহ্য সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, উদ্দেশ্য প্রনোদিত এবং জঘন্য আক্রমনাত্মক ও মানহানিকর হয়। প্রকৃতপক্ষে উপরোক্ত বিবাদী ‘শত্রুতা বা আক্রোশের জের ধরিয়া আমাকে উদ্দেশ্যমূলক হয়রানি করার নিমিত্তে এবং জনমনে বিভ্রান্তি ও বিশৃঙ্খলা সৃষ্টির লক্ষ্যে এবং আমার ব্যক্তিগত ও সানল জক মান— মর্যাদা ক্ষুন্ন করার নিমিত্তে আমার বিরুদ্ধে এহেন জঘন্য মানহানিকর, আক্রমণাত্মক ভিডিও/নিউজ প্রকাশ করে। এছাড়া বিবাদী বর্তমানে আমাকে ও আমার আত্মীয়—স্বজনদেরকে এ ব্যাপারে বিভিন্নভাবে আমাকে হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করিতেছে। সে এই মিথ্যা তথ্য দিয়ে, মিথ্যা সংবাদ প্রকাশ করে জনগণকে বিভ্রান্ত করা হয়েছে এবং আমাকে হেয় প্রতিপন্ন করা হয়েছে। আমি প্রশাসনের কাছে দৃষিকার্ষন করে বলছি, আমার বন্ধুকের ৬০টি কাতুর্জ প্রশাসনকে ফেরত দেওয়ার পর ও কেন তিনি এই নিকৃষ্ট কাজে আমার নাম তুলে ধরল। আমি এর সঠিক বিচারের দাবী সহ তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি।