কাইছারুল ইসলামঃ
বন্ধুর সাথে বন্ধুর পথ, পাড়ি দেব হোক শপথ”-এই স্লোগানে মাতারবাড়ী উচ্চ বিদ্যালয়ের এসএসসি-১২ ব্যাচের জমকালো আয়োজনে পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৬ মে ) রাত ৯ টায় পুরান বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হল কক্ষে এই পুনর্মিলনী অনুষ্ঠিত হয়। প্রথমে বিকাল ৩ ঘটিকার সময় সকলে মাতারবাড়ী সমুদ্র সৈকতে একত্রিত হয়। জমিয়ে দেয় খোশগল্প, স্মৃতিচারণ করতে থাকে শৈশব জীবনের আর সময় গুলোকে স্মৃতির ক্যানভাসে ধরে রাখতে ছবি তোলতে ব্যস্ত হয়ে পড়ে সবাই। এর পর রাত ৯ ঘটিকার সময় সবাই পুরান বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হল কক্ষে একত্রিত হয়।এ সময় মাতারবাড়ী উচ্চ বিদ্যালয়ের `১২ ব্যাচের অধিকাংশ বন্ধুরা উপস্থিত ছিলেন।
দীর্ঘদিন পর বন্ধুদের পরষ্পরের সঙ্গে দেখা এই মিলন মেলা আনন্দ মেলায় রূপ নেয়। এ সময় `১২ ব্যাচ গ্রুপের এডমিনরা আগামীতে আরো বড় পরিসরে মিলন মেলার পাশাপাশি অন্যান্য সামাজিক অনুষ্ঠানের আয়োজন ও পরিকল্পনার কথা জানান।গানে গানে মুখরিত ছিলো পুরো অনুষ্ঠানটি।
এসময় এক গ্রুপ এডমিন বলেন স্কুল জীবনের হারিয়ে যাওয়া বাঁধভাঙা বন্ধুত্বের এক একটা পরিচ্ছেদকে আরো ঝালিয়ে নেয়ার সুযোগ মেলে এই আয়োজনে। আমরা আমৃত্যু এইভাবে কাটাতে চাই।